মুসলিম ছেলেদের প্রতি হিন্দু মেয়েদের আকর্ষণের দাবিতে ছড়াল ভুয়ো গ্রাফিক
এবিপি নিউজ একটি বিবৃতিতে জানায় সাম্প্ৰদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা কোনও পোস্ট তথা ভাইরাল গ্রাফিকটি তারা প্রকাশ করেনি।
সম্প্রতি সংবাদমাধ্যম এবিপি লাইভের (ABP News) লোগোসহ একজন ইসলামিক টুপি পরা এক ব্যক্তিকে ঘিরে শাড়ি পরিহিত কিছু মহিলার দাঁড়িয়ে থাকার গ্রাফিক পোস্ট ছড়ায় সমাজমাধ্যমে।
হিন্দিতে থাকা ক্যাপশনসহ ওই গ্রাফিক অনুযায়ী, মুসলিম ছেলেদের জন্য আকর্ষণ বোধ করেন হিন্দু মেয়েরা দাবিতে এক পোস্ট করে এবিপি নিউজ। সাম্প্রদায়িক বিভিন্ন দাবিসহ গ্রাফিকটি পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে গ্রাফিকের মধ্যে থাকা ছবিটি AI এর প্রয়োগে তৈরি করা হয়েছে। এছাড়াও, এবিপি নিউজ একটি বিবৃতিতে স্পষ্ট জানায় গ্রাফিকটি ভুয়ো এবং তারা সেটি প্রকাশ করেনি।
ফেসবুকে ছবিটি শেয়ার করে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, “কেন মুসলিম ছেলেদের জন্য হিন্দু মেয়েরা পাগল।পর্দা ফাঁস। Alamgir Mukut Kamal Uddin কত্তা সব ফাস করে দিল যে "এবিপি আনন্দ”।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে।
ফ্যাক্ট চেক
বুম দেখে এবিপি নিউজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা গ্রাফিকে ব্যবহৃত ফন্টের সাথে ভাইরাল গ্রাফিকের ফন্টটির পার্থক্য রয়েছে। নিচে এবিপি নিউজের অফিসিয়াল হ্যান্ডলে থেকে পোস্ট করা এমনই এক আসল গ্রাফিক দেখতে সেই তফাৎ লক্ষ্য করা যাবে।
নভেম্বর মাসে এই গ্রাফিক একই দাবি সহ হিন্দিতে ভাইরাল হলে বুম সেই সময় ছবিটি ট্রুমিডিয়া AI শনাক্তকারী টুলের মাধ্যমে পরীক্ষা করে দেখে গ্রাফিকে থাকা ছবিটি আসলে জেনারেটিভ AI প্রয়োগে বানানো।
ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও, এবিপি নিউজ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে স্পষ্ট ভাবে জানায় যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গ্রাফিকটি ভুয়ো।
সংবাদমাধ্যমটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে করা এক পোস্টে গ্রাফিকটির বিষয়ে লেখে, “এবিপি নিউজ এর নামে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট কার্ডটি শেয়ার করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো। এবিপি নিউজ এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এরকম কোনও পোস্ট শেয়ার করা হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু অসামাজিক ব্যক্তি এরকম পোস্ট শেয়ার করছে। আমরা এরকম ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আপনাদের কাছে আমাদের অনুরোধ এই ধরণের ভুয়ো খবর এড়িয়ে চলুন এবং সঠিক খবরের জন্য শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির উপরই ভরসা রাখুন।”