
পুরনো সম্পর্কহীন ছবি ত্রিপুরার পানিসাগরে হিংসার ঘটনা বলে ছড়াল
বুম দেখে দু’টি ছবিই পুরনো। একটি কারখানায় ও গোডাউনে আলাদা আলাদা দুটো অগ্নিকাণ্ডের ঘটনা।

দু'টি ছবির একটি সেটে দেখা যাচ্ছে, একটি কারখানা ও একটি গোডাউনে আলাদা আলাদা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু সেই ছবি দু'টিকে এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, সেগুলি ত্রিপুরার (Tripura) পানিসাগর (Panisagar) অঞ্চলে সাম্প্রতিক হিংসার ছবি।
উত্তর ত্রিপুরায় সম্প্রতি বিক্ষিপ্ত হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছবি দু'টি শেয়ার করা হচ্ছে। দুর্গা পুজোর সময় প্রতিবেশি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিক্রিয়ায় হিংসাত্মক ঘটনা ঘটে ত্রিপুরায়। খবরে প্রকাশ, ২৬ অক্টোবর, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি র্যালি চলাকালে, উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় দোকানপাট ভাঙ্গচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ বলে, সংখ্যালঘু সস্প্রদায়ের মানুষজনের দোকানপাট জ্বালিয়ে দেওয়া ও ঘরবাড়ি ভাঙ্গচুর করা হয়। এবং তাঁদের একজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
ফোটোগুলির সঙ্গে দেওয়া হিন্দি ক্যাপশনে বলা হয়, "ত্রিপুরার রোয়া পানিসাগরে আমির হোসেনের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও আলাউদ্দিনের রঙ ও মুদির দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। দু'জনেরই ১২-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ, এই সব ঘটনা পুলিশের চোখের সামনেই ঘটেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: Tripura के रोवा पानीसागर में आमिर हुसैन की इलेक्ट्रिक सामानों की दुकान और आमिलुद्दीन की पेंट व किराना की दुकान को जला दिया गया. दोनों का 12-15 लाख रुपए का नुकसान हुआ है. आरोप है कि यह सब पुलिस की मोजूदगी में हुआ है. अभी तक किसी की गिरफ्तारी नहीं हो सकी है.)
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
একই ক্যাপশন সমেত ছবি দু'টি টুইটারেও শেয়ার করা হচ্ছে।
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
আরও পড়ুন: ত্রিপুরায় সাম্প্রতিক হিংসার দৃশ্য বলে ভাইরাল হল সম্পর্কহীন পুরনো ছবি
তথ্য যাচাই
প্রথম ছবি
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখে, সেটি ১১ মে ২০১৬ ইনেক্সট-এ লেখার সঙ্গে ছাপা হয়ে ছিল। লেখাটির স্ক্রিনশট নীচে দেওয়া হল।
২০১৬ সালের ইনেক্সট-এ প্রকাশিত লেখার স্ক্রিনশট
ওই রিপোর্ট অনুযায়ী, ১০ মে ২০১৬ উত্তরপ্রদেশের গোররক্ষপুরের নবীন গল্লা মান্ডিতে, শর্ট-সার্কিটের কারণে একটি তুলোর গুদামে আগুল লেগে যায়। তিন ঘন্টা পরে ওই আগুন নেভানো হয়। ঘটনাটির খবর প্রকাশ করে অমর উজালা।
দ্বিতীয় ছবি
এই ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখি, সেটি ২ জুলাই ২০১৯, অমর উজালা তে প্রকাশিত হয়ে ছিল।
২০১৯ সালে অমর উজালায় প্রকাশিত লেখার স্ক্রিনশট
ওই লেখায়, ১ জুলাই, ২০১৯-এ, নয়ডার স্পেশ্যাল ইকনমিক জোন ফেজ-২ তে একটি প্লাস্টিক দানার কারখানায় এক বড় ধরনের আগুন লাগার কথা বলা হয়। ওই অগ্নিকাণ্ডের ফলে পাশের একটি কারখানাতেও আগুন লেগে যায়। ওই রিপোর্টে বলা হয় যে, প্লাস্টিক দানার কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায় ও পাশেরটি ক্ষতিগ্রস্ত হয়।
নিউজ-১৮ হিন্দি ওই ঘটনার খবর প্রকাশ করে। ইউটিউব চ্যানেল পত্রিকা নয়ডা'য় ওই ঘটনার ভিডিও দেখা যাবে।
আরও পড়ুন: ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসার সঙ্গে জোড়া হল পুরনো সম্পর্কহীন ছবি
Claim : ত্রিপুরার পানিসাগরে সাম্প্রদায়িক হিংসার ছবি
Claimed By : Social Media Users
Fact Check : False
Next Story