মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেস নেতাদের প্রতিবাদের ছবি ভুয়ো দাবিতে ছড়াল
বুম দেখে ২০২২ সালে মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদের এই ছবির সাথে ২০২০ সালে হওয়া রাম জন্মভূমির শিলান্যাসের দাবির সম্পর্ক নেই।
২০২০ সালের ৫ অগাস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya's Ram Temple) রাম জন্মভূমির শিলান্যাসের দিন কংগ্রেস (Congress) নেতারা প্রতিবাদস্বরূপ কালো কাপড় পরে সংসদে গেছিলেন দাবিতে সম্প্রতি এক গ্রাফিক পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভাইরাল গ্রাফিকে কংগ্রেস নেতাদের কালো কাপড় পরে থাকার ছবিটি ২০২২ সালে মূল্যবৃদ্ধি নিয়ে তাদের এক প্রতিবাদের সময় তোলা হয়। ২০২০ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় হওয়া রাম জন্মভূমির শিলান্যাসের সাথে এই ছবির কোনও সম্পর্ক নেই।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০২০ সালের ৫ অগাস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪ বছর পর ২০২৪ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের উদ্বোধন করার কথা ঘোষণা করে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। বিভিন্ন ক্ষেত্রের নানা ব্যক্তিত্বের পাশাপাশি উদ্বোধনী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
ভাইরাল সেই গ্রাফিকে কংগ্রেস নেতাদের কালো কাপড় পরে থাকা ছবিটির ক্যাপশন হিসেবে লেখা হয়, "কখনও ভোলার নয় 5th আগস্ট 2020 যখন রাম জন্মভূমি র শিলান্যাস হচ্ছিল তখন কংগ্রেসের সাংসদ কালো কাপড় দিয়ে মুখ ঢেকে সংসদে গেছিল।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল সেই ছবিটি রিভার্স সার্চ করে ৫ অগাস্ট ২০২২ তারিখে প্রকাশিত দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদনগুলিতে কংগ্রেস নেতাদের কালো কাপড় পরে সংসদে প্রতিবাদের কারণ হিসেবে জিএসটি ও মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করা হয়।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, "দিল্লি পুলিশ শুক্রবার লুটিয়েন্স দিল্লি থেকে ৫০ জন সাংসদ-সহ ২০০ জনেরও বেশি কংগ্রেস বিক্ষোভকারীকে আটক করে বলে জানান কর্মকর্তারা। শুক্রবার কংগ্রেস মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রয়োজনীয় জিনিসের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বৃদ্ধির বিরুদ্ধে এখানে ব্যাপক বিক্ষোভের ডাক দেয়।"
ওই প্রতিবেদনে আটক হওয়া কংগ্রেস নেতাদের মধ্যে সাংসদ রাহুল গান্ধী ও অধীর রঞ্জন চৌধুরীর নাম উল্লেখ করা হয়।
অন্যান্য মূলধারার সংবাদমাধ্যমেও কালো কাপড় পরে কংগ্রেস নেতাদের প্রতিবাদ করার বিষয়টি সেসময় রিপোর্ট করা হয়। মিরর নাও-এর প্রকাশিত এমনই এক ভিডিও রিপোর্ট নিচে দেখতে পাওয়া যাবে।
এবছর নভেম্বর মাসে একই ভুয়ো দাবিতে কংগ্রেস নেতাদের প্রতিবাদের ছবিটি ভাইরাল হলে বুম হিন্দি তার তথ্য যাচাই করেছিল।