এই ছবিটি ভগবন্ত মানের বাইক চুরির দায়ে গ্রেফতার হওয়ার ঘটনা নয়
বুম দেখে ওই পুরনো ছবিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে দেখা যাচ্ছে।
পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মানের (Bhagwant Mann) একটি পুরনো ছবি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। এবং সেই সঙ্গে মিথ্যে দাবি করা হচ্ছে যে, বাইক চুরির অভিযোগে পঞ্জাব পুলিশ মানকে গ্রেতার করার সময় ছবিটি তোলা হয়।
ছবিটিতে অল্পবয়সী মানকে আরও তিনজনের সঙ্গে গম্ভীর মুখ করে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের জামাকাপড়ে হোলির রঙও লেগে থাকতে দেখা যাচ্ছে।
হিন্দিতে লেখা ক্যাপশনে বলা হয়েছে, "অনুমান করুন তো কে? বাইক চুরি করার অপরাধে পঞ্জাব পুলিশ যখন এই চার জনকে গ্রেফতার করে, তখন তোলা হয় ছবিটি।"
(হিন্দিতে লেখা ক্যাপশনটি: #पहचान_कौन यह उस समय का चित्र है जब इन चारों को बाइक चोरी के अपराध में पंजाब पुलिस ने पकड़ लिया था)
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মির্জাপুরের দুই মুসলিম পরিবারের বচসার ভিডিও
তথ্য যাচাই
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে পঞ্জাবি গায়ক ও অভিনেতা করমজিত আনমোল-এর অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি দেখতে পাই। সেটি ১৮ মার্চ, ২০২২-এ আপলোড করা হয়েছিল।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, "ভগওয়ান্ত মান ও @মনজিতসিধুর সঙ্গে হোলির স্মৃতি।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
১৩ মার্চ, ২০২২ 'দ্য ওয়ারে' প্রকাশিত একটি প্রতিবেদনে অনুযায়ী, করমজিত সিংহ আনমোল হলেন মানের অনেক দিনের বন্ধু। ধুরি কেন্দ্রে তিনি মানের হয়ে প্রচার করেছিলেন। এবং ১৯৯০ থেকে, যখন তাঁরা স্কুলে পড়তেন, তখন থেকেই তাঁদের বন্ধুত্ব। এই তথ্য উনি শেয়ার করেন।
আমরা করমজিত সিংহের একটি সাক্ষাৎকারও দেখতে পাই। তাতে উনি আম আদমি পার্টির নেতা সম্পর্কে কথা বলেন।
তাছাড়া ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর (ডিজিপি) অফিসের সঙ্গে যোগাযোগ করি। অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর গুরপ্রিত সিংহ নিশ্চিত করে বলেন যে, ভগওয়ান্ত সিংহ মানকে তাঁর যৌবনকালে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, ওই দাবিটির কোনও সত্যতা নেই।
আরও পড়ুন: উপনির্বাচনের প্রাক্কালে বাবুল সুপ্রিয়ের বিজেপি পর্বের পুরনো ভিডিও ছড়াল