ভাইরাল ছবি ইয়েচুরির প্রতি AIIMS-এর ডাক্তারদের শেষ শ্রদ্ধাজ্ঞাপনের নয়
বুম দেখে ভাইরাল ছবিতে ২০১৬ সালে মৃত ঝাও জু নামক এক ৪১ বছরের চীনা চিকিৎসকের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ডাক্তাররা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি শেয়ার করে ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন ছবিতে প্রয়াত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-র (CPIM) নেতা সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের (AIIMS) চিকিৎসকেরা। ভাইরাল ছবিতে একদল চিকিৎসককে হাসপাতালের বিছানার উপর শায়িত একজন প্রয়াত ব্যক্তির সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বুম দেখে ভাইরাল ছবিতে একদল ডাক্তার চীনা ডাক্তার ঝাও জুকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি তার অঙ্গ দান করেন। ছবিটি ২০১৬ সালে চীনের হেফেই শহরের একটি হাসপাতালে তোলা।
প্রবীণ সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি দীর্ঘ অসুস্থতার পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নয়া দিল্লির এআইআইএমএসে মারা যান। ইয়েচুরির ইচ্ছানুসারে পরে তার দেহ গবেষণার জন্য নয়া দিল্লির এআইআইএমএসে দান করা হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে অন্যান্য ভুয়ো দাবিও অনলাইনে ছড়িয়ে পরে।
অসম্পর্কিত ছবিটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "দিল্লি AIIMS-এর চিকিৎসকরা একজন অর্গান ডোনার-কে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন । অর্গান ডোনারের নাম কমরেড সীতারাম ইয়েচুরি ।। বিপ্লব দীর্ঘজীবী হোক।"
পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম টিনআই ব্যবহার করে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে তাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসদের ২০১৬ সালের অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদনে সম্পূর্ণ ছবিটি দেখতে পায়।
প্রতিবেদনটি থেকে জানা যায় ছবিটিকে সিসিটিভি নিউজ থেকে নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে ছবিতে একজন চীনা চিকিৎসককে দেখা যাচ্ছে যিনি তিব্বতে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার সময় মারা যান।
এই প্রতিবেদন থেকে ইঙ্গিত নিয়ে, আমরা সম্পূর্ণ ছবিটির আরও একবার রিভার্স ইমেজ সার্চ করি। অনুসন্ধানের মাধ্যমে আমরা চীনের বেইজিংয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) একটি প্রতিবেদন পাই।
৩০ সেপ্টেম্বর, ২০১৬-তে প্রকাশিত প্রতিবেদনটি প্রয়াত ব্যক্তিকে পূর্ব চীনের আনহুই প্রদেশের ৪১ বছর বয়সী ডাক্তার ঝাও জু হিসাবে চিহ্নিত করে। ঝাও তার মৃত্যুর আগে চিকিৎসকদের একটি দলের সঙ্গে তিব্বতের স্বশাসিত অঞ্চল শানানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছিলেন।
প্রতিবেদন থেকে জানা যায় ওই চিকিৎসক তিব্বতে কাজ করা কালীন মাথাব্যথা এবং মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত ছিলেন। পরে ঝাওয়ের মস্তিষ্কের অ্যানিউরিজম ধরা পড়ে, যা শেষ পর্যন্ত ফেটে গিয়ে তার মৃত্যুর কারণ হয়।
প্রতিবেদনে এছাড়াও উল্লেখ করা হয়েছে ওই চিকিৎসকের শেষ ইচ্ছা ছিল তার কিডনি, লিভার এবং কর্নিয়া দান করা।
সিজিটিএনের প্রতিবেদনের একটি অংশে অনুযায়ী,"আনহুই প্রদেশের রাজধানী হেফেই শহরের একটি হাসপাতালে সহকর্মী ডাক্তারদের ঝাওকে গভীরভাবে মাথা নত করে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এবং নেটিজেনরা অনলাইনে এমন একজন ব্যক্তির প্রতি দ্রুত শ্রদ্ধা জানান যিনি অন্যদের সাহায্য করার জন্য এই ধরনের নিঃস্বার্থ নিষ্ঠা দেখিয়েছিলেন। "