BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মোহনবাগান সমর্থকরা মেরেছেন ছোট...
ফ্যাক্ট চেক

মোহনবাগান সমর্থকরা মেরেছেন ছোট ইস্টবেঙ্গল সমর্থককে? ভুয়ো দাবিতে ছড়াল শিশুর ছবি

বুমকে ওই শিশুর বাবা সুজয় ভৌমিক নিশ্চিত করে জানান বাড়িতে পড়ে গিয়ে তার ছেলে মুখে ছোট পেয়েছে।

By -  Srijit Das & Shrey Banerjee
Published -  5 Sept 2023 1:09 PM IST
  • মোহনবাগান সমর্থকরা মেরেছেন ছোট ইস্টবেঙ্গল সমর্থককে? ভুয়ো দাবিতে ছড়াল শিশুর ছবি
    Listen to this Article

    এবছরের ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের (Mohun Bagan) কাছে ইস্টবেঙ্গলের (East Bengal) পরাজয়ের পর আঘাতপ্রাপ্ত শিশুর এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

    নেটিজেনদের অনেকে শিশুটির ছবি পোস্ট করে দাবি করেন মাঠে খেলা দেখে ফেরার সময় ছোট ওই ইস্টবেঙ্গল সমর্থককে মত্ত অবস্থায় মারধর করেন মোহনবাগানের সমর্থকরা।

    বুমকে ওই শিশুর বাবা সুজয় ভৌমিক নিশ্চিত করে জানান দাবিটি ভুয়ো। সুজয় বলেন বাড়িতে সিমেন্টের মেঝেতে পড়ে গিয়ে তার পুত্র আঘাতপ্রাপ্ত হয়।

    দীর্ঘ ১৯ বছর পর ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয় মোহনবাগান। গত ৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০ জনে খেলে ট্রফি ছিনিয়ে নেয় সবুজ মেরুন খেলোয়াড়রা। তবে খেলা শেষের পর দুই দলের সমর্থকেরাই একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে সমাজ মাধ্যমে ভাইরাল হয় মুখে আঘাত পাওয়া শিশুর এই ছবি।

    ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসাবে লেখা হয়, "ধিক্কার জানাই সেই সব তথাকথিত সমর্থকদের, যারা ইস্টবেঙ্গল কে হারানোর পর মত্ত অবস্থায়, কাঁদাপাড়ার মোড়ে, এই বাচ্চা টাকেও ছাড়েনি। কি দোষ ছিলো ওর? দাদার হাত ধরে ডার্বি দেখতে গিয়েছিল, লাল হলুদ জার্সিতে। মহিলারাও ব্যতিক্রম না। আমাদের দুজন মহিলা সমর্থক গুরুতর ভাবে আহত। তবুও ওরা মাঠে যাবে, কতো মারবি? মাঠেই এর জবাব দেব। হ্যা এই যুবভারতীতেই জবাব দেবো এবং ২০২৩ সালেই।"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -না, ভাইরাল ভিডিওটি চাঁদে সোনা পাওয়ার দৃশ্যের নয়

    তথ্য যাচাই

    বুম ভাইরাল এই শিশুর ছবির বিষয়ে জানতে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে অভিরূপ চ্যাটার্জি নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট খুঁজে পায়। অভিরূপ ওই পোস্টে শিশুটির আঘাত পাওয়ার বিষয়ে জানান তার দাদা সুজয় ভৌমিকের ছেলে এবছরের ৪ সেপ্টেম্বর সিমেন্টের মেঝেতে পরে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।

    ওই ছবিতে ৪ সেপ্টেম্বর ৯:৫৯ উল্লেখ করে জলছাপও লক্ষ্য করা যায়।

    তিনি লেখেন, "এটি আমার বড় আদরের ভাইপো। সুজয় দার ছেলে। ও সিমেন্টের খরা মেঝেতে পড়ে চোখের কাছে ছড়ে গেছে। ছবিটা ৪ঠা সেপ্টেম্বর সকাল ৯:৫৯ মিনিটে তোলা। এই ছবিটা নিয়ে অসভ্য, ইতর ইস্টবেঙ্গলের ছেলেপুলেরা নোংরামো করছে।মোহনবাগানকে যুক্ত করে গতকাল শুভেচ্ছা নামক বাচ্চাটার সাথে একটা ঢপের কীর্তন এই ছবি দিয়ে চালু করেছিলো। আমি আবেদন করছি এই ছবিটা নিয়ে আর কেউ কোনোরকম পোস্ট করোনা,বা যারা করেছো ডিলিট করে দাও।এরকম বেলেল্লাপনা করো না। নাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    এই তথ্যকে সূত্র ধরে আমরা ওই শিশুর বাবা সুজয় ভৌমিকের সাথে যোগাযোগ করি। বুম ওই শিশুর বাবাকে মাঠে খেলা দেখে ফেরার সময় তার ছেলেকে মত্ত মোহনবাগান সমর্থকদের আক্রমণ করার দাবিটির বিষয়ে জিজ্ঞাসা করলে সুজয় ভাইরাল এই দাবি ভুয়ো বলে নাকচ করে দেন।

    সুজয় বুমকে বলেন, "ছবিটা সত্যি কিন্তু ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করা হয়েছে তা মিথ্যা। আমাদের বাড়ির সিমেন্টের উঠোনে পড়ে গিয়ে ও ছোট পায়। আমি এই ছবি ৪ সেপ্টেম্বর সকাল ১০:৩০ নাগাদ আমার হোয়াটস্যাপ স্ট্যাটাসে পোস্ট করেছিলাম। দুপুর ১২টা নাগাদ আমার অফিসের এক সহকর্মী আমায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক পোস্ট পাঠিয়ে দেখতে বলে কারণ এই পোস্টের সাথে আমার ছেলের মিল ছিল। যখন আমি দেখি ততক্ষণে প্রায় ৬০০ জন সেই পোস্ট শেয়ার করে ফেলেছেন। আমরা এখনও সুরাহা করতে পারিনি ঘটনাটা কে ঘটিয়েছে।

    তিনি আমাদের জানান এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন। সুজয় বলেন, "এটা আমার পারিবারিক ছবি আর যে দলই ঘটনাটা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক।"

    আরও পড়ুন -ছেলের মৃত্যুশোকে প্রয়াত হলেন যাদবপুরে মৃত ছাত্রের বাবা? খবরটি ভুয়ো


    Tags

    Mohun BaganEast Bengal
    Read Full Article
    Claim :   ছবিতে দেখা যায় শিশু ইস্টবেঙ্গল সমর্থককে মারধর করেছে মত্ত মোহন বাগান সমর্থকেরা
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!