BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভুয়ো ছবির দাবি শাহরুখ খান শুধু...
ফ্যাক্ট চেক

ভুয়ো ছবির দাবি শাহরুখ খান শুধু মুসলিম অনুরাগীদের ধন্যবাদ জানান

বুম দেখে ছবিটি বদলানো, গণমাধ্যম জনসত্তা শাহরুখ খানকে নিয়ে এই ধরণের কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।

By - Srijit Das |
Published -  3 Oct 2021 6:16 PM IST
  • ভুয়ো ছবির দাবি শাহরুখ খান শুধু মুসলিম অনুরাগীদের ধন্যবাদ জানান

    শেয়ার-করা একটি স্ক্রিনশট সম্পর্কে দাবি করা হয়েছে যে, সেটি 'জনসত্তা' থেকে নেওয়া। স্ক্রিনশটটিতে বলা হয়েছে, অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) কেবল তাঁর মুসলমান ভক্তদেরই (Muslim Fans) ধন্যবাদ জানিয়েছেন, কারণ, গরিব হওয়া সত্ত্বেও, তাঁরা তাঁর ছবির পৃষ্ঠপোষকতা করে তাঁকে মহানায়কের স্তরে পৌঁছে দিয়েছেন। কিন্তু স্ক্রিনশটটি ভুয়ো।

    ওই ছবিটিতে একটি শিরোনাম দেখা যাচ্ছে। তাতে লেখা, "কেবল একজন মুসলমানই আরেকজন মুসলমানকে সফল করে তুলতে পারে: শাহরুখ খান"।

    স্ক্রিনশটটির মধ্যে হিন্দিতে লেখা আছে, "আমি আজ একজন সুপারস্টার। এটা আমার মুসলমান ভাইদেরই কৃতিত্ব। দারিদ্রের সঙ্গে লড়াই করেও তাঁরা আমার ছবি দেখেছেন। আমাদের ইসলাম এই মুসলমান ভ্রাতৃত্ববোধকে সমর্থন করে।"

    (হিন্দিতে লেখা বয়ান: एक मुसलमान ही दूसरे मुसलमान को बना सकता है: शाहरुख़ खान. आज मैं अगर सुपरस्टार हूँ तो सबसे बड़ा वाला थैंक उन हमारे मुस्लिम भाइयों को हैं जिन्होंने गरीब होने के बाद भी सिर्फ हम खान्स की फिल्में देखी! हमारा इस्लाम भी इसी मुस्लिम भाईचारे की पैरवी करता है।")


    সেরকম একটি পোস্ট দেখুন এখানে।

    আরও পড়ুন: নেতাজি নিজের মৃত্যুসংবাদ পড়ছেন? ছবিটি সম্পাদিত

    তথ্য যাচাই

    শিরোনামের শব্দগুলিকে ব্যবহার করে বুম গুগলে কি-ওয়ার্ড সার্চ করে। দেখা যায়, সংবাদ সংস্থা জনসত্তা সেরকম কোনও খবর প্রকাশ করেনি।

    ভালো করে লক্ষ করলে দেখা যায়, ছবিটির সাথে ফেসবুকে ওই সংবাদমাধ্যমের পেজ থেকে খুলে কোনো প্রতিবেদন পড়লে তার দৃশ্যের সঙ্গে মিল রয়েছে। জনসত্তার ফেসবুক পেজে একটি সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে আমরা স্ক্রিনশটটি তুলনা করে দেখি। দেখা যায়, পাতার বিন্যাস এক হলেও, অক্ষরের চেহারায় ফারাক আছে।

    ফেসবুকে জনসত্তার এক প্রতিবেদন ও ভাইরাল স্ক্রিনশটটির তুলনা করা হয়েছে নীচে।

    তুলনা

    তাছাড়া আমরা জনসত্তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টু্ইটও দেখতে পাই। তাতে ওই ভুয়ো ছবিটির সমালোচনা করে বলা হয়, জনসত্তা ওই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।

    ये जनसत्ता के नाम से कुछ लोग सोशल मीडिया पर शेयर कर रहे हैं, पर बता दें कि यह पूरी तरह फर्जी है। ऐसी कोई खबर जनसत्ता पर नहीं लगी है। pic.twitter.com/CvzCKYAtFC

    — Jansatta (@Jansatta) September 29, 2021

    টুইটারে দেওয়া জনসত্তার হিন্দি বিবৃতিতে বলা হয়, "জনসত্তার নামে, কিছু ব্যক্তি এই ছবিটি সমাজ মাধ্যমে শেয়ার করছেন। কিন্তু আমরা আপনাদের জানাতে চাই যে, ছবিটি সম্পূর্ণ ভুয়ো।"

    শাহরুখ খান ওই রকম কোনও মন্তব্য করেছেন বলে আমরা কোনও সংবাদ প্রতিবেদন দেখতে পাইনি।

    আরও পড়ুন: হাইওয়েতে রুশ বিমানের জরুরি অবতরণ দাবিতে ভাইরাল ভিডিও গেমের দৃশ্য

    Tags

    Fact CheckFake NewsViral PhotoMorphed ImageJansattaShah Rukh Khan
    Read Full Article
    Claim :   জনসত্তার প্রতিবেদনে দেখা গেছে সাফল্যের জন্য শাহরুখ খান তাঁর মুসলিম ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!