ওড়িশা ট্রেন দুর্ঘটনা: রেললাইনের পাশে ইসকন মন্দিরের ছবি মসজিদ বলে ছড়াল
বুম দেখে ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনাস্থানে রেল লাইনের পাশে ইসকন মন্দির রয়েছে, কোনও মসজিদ নেই।
ওড়িশার (Odisha Accident) ভয়াবহ রেল (Balasore) দুর্ঘটনাগ্রস্ত এলাকার একটি ইসকন মন্দিরের (ISKCON Temple) ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবিতে (Mosque) মসজিদ বলে ছড়ানো হচ্ছে।
একাধিক হিন্দু দক্ষিণ-পন্থী সোশাল মিডিয়া ব্যবহারকারী ছবিটি ব্যবহার করে তাতে একটি তির চিহ্ন দিয়ে একটি স্থাপত্য নির্মাণের দিকে নিশানা করে মিথ্যে দাবি করেন এই দুর্ঘটনার পিছনে মুসলিম সম্প্রদায়ের হাত রয়েছে।
বুম দেখে ছবিটি আসলে বালেশ্বর বাহানগা বাজারের কাছে রেললাইনের পাশে ইসকন মন্দিরের। এটি কোনও মসজিদ নয় যেমনটা ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে।
২ জুন ২০২৩ তারিখের এই ত্রয়ী ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসাবে অন্তত ২৮৮ জন প্রাণ হারিয়েছেন। গাদা গাদি হয়ে স্তূপাকারে ছড়িয়ে রয়েছে রেলের কামরাগুলি। প্রাণে বাঁচা গুরুতর যখম শতাধিক রেলযাত্রীকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে স্থানান্তরিত করে। বিবিসিকে এক রেলের আধিকারিক জানিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে একটি মালগাড়িকে ধাক্কা মারে। তারপর সেটি চলন্ত হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে ধাক্কা দেয় এবং ভারতের রেলের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হয়ে দাঁড়ায়।
ছবিটি হিন্দিতে শেয়ার করে ক্যাপশন লেখা হয়, “ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। দুর্ঘটনাস্থলের কাছে একটা মসজিদ রয়েছে। বাকিটা আপনি যা ভাববেন।”
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
(মূল হিন্দিতে ক্যপশন: ट्रेन हादसा शुक्रवार को हुआ है और हादसे की जगह एक बड़ी मस्जिद है बाकी आप समझदार हैं)
আরেকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
তথ্য যাচাই
দুর্ঘটনাস্থলের সন্নিকটে একটি মসজিদ রয়েছে এই দাবি সঠিক নয়। ভাইরাল ছবিতে তির চিহ্ন দিয়ে দাগানো স্থাপত্য নির্মাণটি আসলে একটি ইসকন মন্দির।
আমরা একাধিক রিপোর্ট থেকে জানতে পারি দুর্ঘটনাটি ঘটেছে উড়িশার বালেশ্বের জেলার বাহানগা বাজারের কাছে।
আমরা এরপর দুর্ঘটনাস্থলে তোলা একাধিক ছবির খোঁজ করি এবং সেগুলি ভাইরাল ছবির সঙ্গে তুলনা করি। যদিও, আমরা অন্যান্য ছবিতে দেখি তির দিয়ে চিহ্নিত করা নির্মাণটি মসজিদের মত দেখতে নয় বরং একটি মন্দির।
তুলনার জন্য আমরা এএফপি ও রয়টর্সের তোলা ঘটনাস্থলের দৃশ্য খুঁটিয়ে দেখি। নিচে দেখুন তুলনা।
আমরা গণমাধ্যমে ওই দুর্ঘটনাস্থলের ড্রোনে তোলা দৃশ্য দেখি। এরকমই এক ভিডিওর ১২ সেকেন্ড সময়ে পরিস্কার ভাবে দেখা যায় ওই স্থাপত্য নির্মাণটি কোনও মসজিদ নয় আসলে একটি মন্দির।
বুম স্থানীয় এক সংবাদিকের সঙ্গে যোগাযোগ করে যিনি ওই এলাকায় যান এবং আমাদের নিশ্চিত করেন এটি একটি ইসকন মন্দির। ওই স্থানীয় সাংবাদিক আমাদের ঘটনাস্থলের অদূরে মন্দিরের চারপাশের এবং মন্দিরের ভেতরের দৃশ্যের ভিডিও দৃশ্য আমাদের পাঠান। মন্দিরটির নির্মানকাজ চলছে।
ওই এলাকায় তোলা একটি ভিডিওতে দেখা যায় দুর্ঘটনাস্থলের রেল লাইনের কাছেই রয়েছে ওই মন্দিরটি। মন্দিরটির চূড়ার নক্সা থেকেই বোঝা যায় এটি আসলে একটি মন্দির।
ওই স্থানীয় সাংবাদিক আমাদের নিশ্চিত করেন যে ইসকন মন্দিরের নিচের তলাটি সাময়িকভাবে ওই দুর্ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশরা শোবার জন্য ব্যবহার করছেন।
বুম গুগলআর্থে ওড়িশার বহানগা বাজারের ওই এলাকাটি চিহ্নিত করেছে। আমরা ওই দৃশ্যের মধ্যে মিল খুঁজে পাই।
নিচে গুগল আর্থে থাকা ছবি ও দুর্ঘটনাগ্রস্ত এলাকার ছবির তুলনা দেওয়া হল।
গুগলম্যাপসেও ওই মন্দিরের ছবি দেখা যাবে।