BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদী...
ফ্যাক্ট চেক

ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ডের ছবি সম্পাদিত

বুম যাচাই করে দেখে প্রতিবাদী প্ল্যাকার্ডগুলিতে ‘কন্ডোম’ শব্দটি ব্যবহৃত হয়নি।

By - Srijit Das |
Published -  9 Sept 2022 11:27 AM IST
  • ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ডের ছবি সম্পাদিত

    বুম দেখে পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব (Punjab) প্রদেশের বিধানসভায় দুই মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে যে প্রতিবাদ জানাচ্ছেন সেই ছবিতে নিন্দা বা ধিক্কার জ্ঞাপনের ইংরাজি 'কন্ডেম' (condemn) শব্দটি ফোটোশপ করে 'কন্ডোম' (condom) লেখা দেখানো হয়েছে।

    সম্পাদিত প্রতিবাদী প্ল্যাকার্ডে লেখা রয়েছে, "মহিলা বিচারপতিদের হুমকি দেওয়ার কারণে আমরা ইমরান খানকে কন্ডোম (condom) করি।" সোশাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা প্রতিবাদীদের ভুল বানান নিয়ে ব্যাঙ্গ করেছেন।

    বুম দেখে ছবিটি ফোটোশপ করা। মূল ছবিটি পাকিস্তানের মহিলা রাজনীতিবিদ হিনা পারভেজ বাটকে টুইট করতে দেখা গেছে যেখানে তিনি শুদ্ধ বানান সহ ওই প্ল্যাকার্ডটি বয়ে নিয়ে যাচ্ছেন। এ ছাড়াও, আমরা ঘটনার অন্য একটি ভিডিওতে দেখেছি ইংরেজি 'কনডেম' শব্দটি ভুল করে 'কমডেম' লেখা হলেও কোথাওই 'কন্ডেম'-এর জায়গায় 'কন্ডোম' বানান লেখা হয়নি।

    পাকিস্তানের পত্রিকা দ্য ডন জানাচ্ছে, গত ২০ অগস্ট পাকিস্তানের তেহরিক-ই-ইন্সাফ সভাপতি ইমরান খান জেবা চৌধুরী নামে এক মহিলা বিচারপতিকে প্রকাশ্যে হুমকি দেন এবং তাঁর দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণাম সম্পর্কে সতর্কও করেন। তাঁর এই বিতর্কিত মন্তব্য দেশ জুড়ে চাঞ্চল্য ও ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করে এবং তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়। এই প্রেক্ষিতেই ইসলামাবাদ হাইকোর্টে একটি বৃহত্তর বেঞ্চও গঠিত হয়েছে মামলাটির বিচারের জন্য। ২৮ অগস্ট এই প্রেক্ষিতে এএনআই এই প্রতিবেদন প্রকাশিত করে।

    ভাইরাল ছবিটির টুইটারে ক্যাপশন দেওয়া হয়েছে, "পাকিস্তানের বিধায়করা মহিলা বিচারপতিকে হুমকি দেওয়ার জন্য ইমরান খানকে কন্ডোম করেছেন।"


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    পাকিস্তানে জন্মানো কানাডীয় নেটিজেন তারেক ফাতাহ একই ধরনের একটি টুইট করেছেন।

    বুম অবশ্য এর আগেও রকমারি ভুয়ো তথ্য ছড়ানোর জন্য তারেক ফাতাহর পোস্টের পর্দাফাঁস করেছে। সেগুলি পড়ুন এখানে।


    অন্য এক টুইটার ব্যবহারকারী টুইট করেছেন, "পাকিস্তানের ইংরেজির দারুণ মান!"


    পোস্টটি দেখতে এখানে।

    আরও পড়ুন: ২০২০ সালে সিরীয় কপ্টার ভেঙে পড়ার ভিডিও ছড়াল বাংলাদেশে মায়ানমারের কপ্টার বলে

    তথ্য যাচাই

    বুম ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখে এটি পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেত্রী হিনা পারভেজ বাট-এর করা ২৪ অগস্ট ২০২২-এর একটি টুইটের ছবি।

    ছবিটির ক্যাপশনে উর্দু ভাষায় লেখা হয়ছে, "লাহোরে ইমরান খান যে মহিলা বিচারপতিকে হুমকি দিয়েছিলেন, সেই বিচারকের প্রতি আমাদের এ ভাবেই সংহতি জ্ঞাপন"l

    عمران خان نے جس خاتون جج کو دھمکیاں دیں، اس خاتون جج سے لاہور میں آج ہم نے اظہار یکجہتی کیا۔۔۔ pic.twitter.com/tsuOIXCT0g

    — Hina Parvez Butt (@hinaparvezbutt) August 24, 2022

    টুইটটি দেখুন এখানে।

    হিনা পারভেজ বাট-এর টুইট করা ছবির সঙ্গে ভাইরাল হওয়া ছবির তুলনা নীচের ছবিতে দেখুন।


    বুম পাকিস্তানি সাংবাদিক সইফ আওয়ানের টুইট করা অন্য একটি ভিডিও দেখে যেখানে 'কন্ডেম' বানানটিকে 'কমডেম' (COMDEMN) করে লেখা হয়েছে।

    مسلم لیگ ن کے ارکان اسمبلی کا پنجاب اسمبلی کی سیڑھیوں پر عمران خان کے خاتون جج کو دھمکی دینے کے خلاف احتجاج،ارکان کے نعرے"پاکستان میں ایک ہی شیطان عمران خان" pic.twitter.com/w0lFtzvkqd

    — Saif Awan (@saifullahawan40) August 24, 2022

    পাকিস্তানের সংবাদ সংস্থা সামা টিভি তার ইউটিউব চ্যানেলের সংবাদ বুলেটিন-এ ওই প্রতিবাদী প্ল্যাকার্ডের অন্য দৃশ্য আপলোড করেছে ২৪ অগস্ট ২০২২-এ।

    ভিডিওটির ৫১ সেকেন্ডের মাথায় বিচারপতিকে হুমকির বিরুদ্ধে প্রতিবাদের ছবি ভেসে ওঠে আর তাতেই 'comdemn' বানানটি প্ল্যাকার্ডে স্পষ্ট দেখা যায়। বুম স্বাধীনভাবে যাচাই করে দেখেনি যে হিনা বাটের দ্বারা টুইটে 'কন্ডেম' (condemn) লেখা প্ল্যাকার্ডের ছবিতে ফটোশপের মাধ্যমে অনিচ্ছআকৃত টাইপিং ভ্রমটি শুধরে দেওয়া হয়চ, নাকি সঠিক বানান সহ নতুন একটি প্ল্যাকার্ড ব্যবহৃত হয়ছে।

    হিনা বাট পরে টুইট করেন যে প্ল্যাকার্ডের বানানে একটি ভুল রয়ে গিয়েছিল। কিন্তু তিনি তাঁর টুইটে নিশ্চিত করেননি তাঁর দ্বারা টুইট করা ছবিতে ফোটোশপ করে ভুলটি শুধরানো নাকি নতুন প্ল্যাকার্ড দেখা যাচ্ছে সঠিক বানান সহ, যেখানে 'কমডেম' কে 'কন্ডেম' দেখা যাচ্ছে।


    হিনা বাটের টুইট করা প্রতিবাদের বিভিন্ন সব ছবি ও ভিডিওর কোথাও 'কন্ডোম' শব্দটি দেখা যাচ্ছে না।

    প্রতিবাদের ঘটনাটি ঘটে পাঞ্জাব প্রদেশের বিধানসভায়। আরও বেশ কয়েকজন মহিলা প্রতিবাদীদের দেখা গেছে প্ল্যাকার্ড নিয়ে মহিলা বিচারপতিকে ইমরান খানের হুমকি দেওয়ার প্রতিবাদ জানাতে।

    আরও পড়ুন: তিরুপতি বালাজি মন্দির পুরোহিতের বাড়িতে সোনা উদ্ধার ফের ছড়াল ভুয়ো ছবি

    Tags

    Fact CheckImran KhanPakistan
    Read Full Article
    Claim :   ছবিতে দেখা যাচ্ছে \"আমরা ইমরান খানকে কন্ডোম করি মহিলা বিচারপতিকে হুমকি দেওয়ার জন্য\"
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!