প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ঘন্টা? ভাইরাল ছবিটি সম্পাদিত
বুম দেখে কানপুর মেট্রো প্রকল্পের একাংশ সূচনার সময় তোলা মূল ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছিল মেট্রোর কার্ড।
সম্প্রসারিত কানপুর মেট্রো প্রকল্পের উদ্বোধনের সময় তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি সম্পাদনা করা ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ভাইরাল হওয়া ওই ভুয়ো ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাতে ঘন্টা ধরে থাকতে দেখা যায়।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় প্রধানমন্ত্রী হাতে ঘন্টা ধরে আছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "জনগণের কপালে আছে ঘন্টা। এই সহজ কথাটা মোদিজি জনগণকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু বেচারা জনগণ তা আজও বুঝে উঠলো না। তিনি আজও টিকে আছেন এবং ভবিষ্যতেও টিকে থাকবেন।এ ভারতের আবিষ্কারের দাম আছে কিন্তু বিজ্ঞানের দাম নেই,মন্দিরে মন ধীর না হলেও মন্দিরের দাম আছে কিন্তু হাসপাতালে মন সুস্থ হলেও হাসপাতালের দাম নেই। মৌমিতা চট্টোপাধ্যায়, কেরলা।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ বিবৃতি ছড়াল 'দ্য কাশ্মীর ফাইল' নিয়ে মন্তব্য বলে
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে আসল ছবিটিকে ২৮ ডিসেম্বর ২০২১ প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে খুঁজে পায়। ওই প্রতিবেদনের শিরোনাম কানপুর মেট্রোর নতুন অংশ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তাতে চড়েন। ছবিটির শিরোনাম লেখা হয়েছে আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতা নগর মেট্রোতে ভ্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ওই দিনের সফরে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
কানপুর মেট্রোর ওই সম্প্রসারণ প্রকল্পে ব্যায় হয় ১১ হাজার কোটি টাকা। আসল ছবিটিতে নরেন্দ্র মোদীকে ঘন্টার পরিবর্তে একটি কার্ড ধরে থাকতে দেখা যায়।
নিচে সম্পাদিত ছবি ও আসল ছবির মধ্যে তুলনা দেখতে পাওয়া যাবে।
একই তথ্য সহ ছবিটিতে দেখা যাবে দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে।
২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীর এই মেট্রো সফরের ভিডিও সংসদ টিভির নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছিল। নিচে ভিডিওটি দেখুন।
আরও পড়ুন: ভিডিওর মিথ্যে দাবি পাঞ্জাবে আপ জেতার পর খালিস্তানি স্লোগান