৫ জি নিলামে ২.৮ লক্ষ কোটি টাকা লোকসান দাবির সংবাদপত্রের ছবি ভুয়ো
বুম যাচাই করে দেখে "টাইমস বিজনেস"-এর আসল শিরোনামে ২.৮ লক্ষ কোটি টাকা লোকসান উল্লেখ ছিল না।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া (The Times Of India) সংবাদপত্রের ক্লিপিংয়ের একটি নকল ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ছবিটিতে মিথ্যা দাবি করা হয় ৫জি স্পেকট্রাম নিলামের ফলে ২.৮ লক্ষ কোটি টাকার রেকর্ড লোকসান হয়েছে।
বুম যাচাই করে দেখে ছবিটিকে ডিজিটাল পদ্ধতিতে পাল্টানো হয়েছে। সংবাদপত্রের টাইমস বিজনেস অংশে আসল যে খবরটি প্রকাশিত হয়েছিল তাতে লেখা হয়েছিল ৫জি স্পেকট্রাম নিলামের ফলে সরকার ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে।
বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, ১ অগস্ট ২০২২ তারিখে শেষ হওয়া এই সাত দিন ব্যাপী নিলামে মোট ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি দর উঠেছে। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিলামে সর্বোচ্চ ব্যয় করেছে। ৮৮,০৭৮ কোটি টাকা খরচ করে সংস্থাটি নিলামে ২৪,৭৪০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান সরকার ১২ অগস্ট স্পেকট্রাম বণ্টন করবে।
ভুয়ো ছবিটির সংবাদ শিরোনামে লেখা হয়েছে, "২৮০০০০০০০০০০ ৫জি স্পেকট্রাম ২.৮ লক্ষ কোটি টাকার রেকর্ড লোকসানের সম্মুখীন হল।"
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও (+৯১৭৭০০৯০৬৫৮৮) আমরা যাচাই করে দেখার জন্য এই ছবিটি পাই।
আরও পড়ুন: নীতি আয়োগ ২০২১ রিপোর্টে "বাণিজ্য পরিবেশ" ক্ষেত্রে প্রথম নয় পশ্চিমবঙ্গ
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটিকে খুঁটিয়ে লক্ষ করে দেখে এটি টাইমস অব ইন্ডিয়ার ২ অগস্ট ২০২২ তারিখের চেন্নাই সংস্করণের স্ক্রিনশট।
সংবাদ প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদে লেখা হয়েছে, "সাত দিন ধরে চলার পর সোমবার ৫জি স্পেকট্রাম নিলাম শেষ হল। এই নিলাম থেকে রাজকোষে ঢুকল ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব। এ বছর অক্টোবর থেকে দেশে মেট্রো শহর ও অন্যান্য বড় শহরে হাই স্পিড টেলিকম পরিষেবা চালু হতে চলেছে।"
এই সংবাদপত্রের ক্লিপিংয়ের ভাইরাল হওয়া ভুয়ো ছবিটি নীচে দেখা যাবে।
এই সূত্র ধরে আমরা টাইমস অব ইন্ডিয়ার ই-পেপার ওয়েবসাইটে যাই, এবং ২ অগস্ট ২০২২ তারিখে প্রকাশিত সংবাদপত্রের চেন্নাই সংস্করণের আসল টাইমস বিজনেস ইপেপারটি দেখি।
আসল শিরোনামে লেখা হয়েছিল, "৫জি স্পেকট্রাম নিলাম করে কেন্দ্রীয় সরকার ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড রাজস্ব আয় করল।" তা ছাড়াও আমরা দেখি যে, আসল পাতায় প্রকাশিত অন্যান্য জিনিস, এবং সংখ্যা ভাইরাল সংবাদপত্রের ছবির সঙ্গে মিলে যাচ্ছে।
ভাইরাল হওয়া সংবাদপত্রের ক্লিপিং এবং টাইমস বিজনেস-এর প্রকৃত সংস্করণটি তুলনার জন্য নীচে পাশাপাশি দেওয়া হল।
এছাড়াও আমরা দেখি যে, টাইমস অব ইন্ডিয়ার ন্যাশনাল এডিটর পঙ্কজ ডোভাল ৫জি স্পেকট্রাম বিষয়ে একটি টুইট করেন, এবং সেখানে তিনি ২ অগস্ট ২০২২ তারিখে সংবাদপত্রের দিল্লি সংস্করণে প্রকাশিত একই প্রতিবেদনের একটি ছবি শেয়ার করেছিলেন।
টুইটটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
এই ছবিতে উল্লেখ করা হয় ৫জি স্পেকট্রাম নিলাম থেকে কেন্দ্রীয় সরকার ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড রাজস্ব আয় করেছে যা ভুয়ো সংবাদপত্রের ছবিতে করা দাবিটির বিপরীত।
আরও পড়ুন: না, প্রধানমন্ত্রী মোদীর কোলে থাকা মেয়েটি 'চৌকিদার চোর হ্যায়' বলেনি