BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অভিনেতা টম ক্রুজ ও একই দেখতে...
ফ্যাক্ট চেক

অভিনেতা টম ক্রুজ ও একই দেখতে ব্যক্তিদের ছবি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি

বুম যাচাই করে দেখে মিডজার্নি নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা সফ্টওয়্যার ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

By - Srijit Das |
Published -  12 Jun 2023 6:08 PM IST
  • অভিনেতা টম ক্রুজ ও একই দেখতে ব্যক্তিদের ছবি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি
    Listen to this Article

    কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি হলিউড অভিনেতা টম ক্রুজ (Tom Cruise) এবং তারই মতন দেখতে দুই ব্যক্তির ছবি সম্প্রতি শেয়ার করে দাবি করা হয় আসন্ন সিনেমা মিশন: ইম্পসিবল - ডেড রেকনিং প্রথম ভাগের (Mission: Impossible – Dead Reckoning Part One) মুক্তির আগে অভিনেতাকে তার স্ট্যান্টম্যানদের সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে।

    আমেরিকান পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারির নতুন ছবি এবং স্পাই-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবলের সপ্তম অংশ এই বছরের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাতে ক্রুজকে মানব সভ্যতার জন্য মারাত্মক এক অস্ত্রের সন্ধান করতে দেখা যাবে। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে ক্রুজকে সেই রুদ্ধশ্বাস অভিযানের অংশ হিসেবে কিছু স্টান্টও করতে দেখা যায়।

    এরই মধ্যে চলচ্চিত্র নির্মাতা লক্ষ্মী আর আইয়ার ভাইরাল ছবিটি টুইট করে লেখেন, "মিশন ইম্পসিবল ৭ শেষ হওয়ার পরের পার্টিতে টম ক্রুজের সাথে তার স্ট্যান্টম্যানদের দেখা যাচ্ছে"।


    টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

    অন্য এক টুইটার ব্যবহারকারীও ভাইরাল ছবিটি পোস্ট করে লেখেন, "টম ক্রুজের দুজন স্ট্যান্টম্যান"।


    টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

    এমনকি হোয়াটস্যাপেও একই দাবি করে ছবিটি ছড়িয়ে পড়ে।



    আরও পড়ুন -সুইডেনে আয়োজিত হচ্ছে যৌনতার প্রতিযোগিতা? ভুয়ো খবর প্রকাশ সংবাদমাধ্যমে

    তথ্য যাচাই

    ছবিটি খুঁটিয়ে দেখার সময় বুম প্রথমে লক্ষ্য করে ছবিতে উপস্থিত তিন ব্যক্তির ত্বকেই মোমের মতন বৈশিষ্ট্য দেখা যায়। এছাড়াও আমরা দেখতে পাই ছবিতে উপস্থিত পুরুষদের কপালের অংশে স্বাভাবিক ত্বকের ভাঁজের অনুপস্থিতি রয়েছে।

    এরপর আমরা অভিনেতা টম ক্রুজের এক আসল ছবির সাথে ভাইরাল ছবিটির তুলনা করি এবং এতে ভাইরাল ছবিটির মধ্যে আমরা উল্লেখযোগ্য অসঙ্গতি খুঁজে পাই।


    এছাড়াও আমরা ভাইরাল ছবিটি খুঁটিয়ে তিনটি দৃষ্টান্তমূলক সমস্যা দেখতে পাই।

    প্রথমতঃ, আমরা মাঝখানে থাকা ব্যক্তির বাম হাতটি লক্ষ্য করে দেখতে পাই তার আঙ্গুলগুলিতে কোন নখ নেই। দ্বিতীয়তঃ, ডানদিকে দাঁড়িয়ে থাকা লোকটির ত্বকের সাথে তার পরনের শার্টের অংশ মিশে যেতে দেখা যায়।

    তৃতীয়তঃ, ছবিটির পিছনে উপস্থিত ঘরের সাজসজ্জা অংশে ঝাড়বাতি বলে মনে হওয়া বস্তুটি অসম্পূর্ণ অবস্থায় দেখা যায়।

    জুম করে দেখার পরে আমরা ভাইরাল ছবিটিতে এই বিষয়গুলি লক্ষ্য করি। আপোসকৃত এলাকাগুলির জুম করা দৃশ্য নীচে দেখা যাবে।


    এর থেকে সূত্র ধরে আমরা "টম ক্রুজ স্টান্ট ডাবল" এর মতো কীওয়ার্ড ব্যবহার করে খোঁজ করায় একটি ফেসবুক পোস্টে ভাইরাল ছবিটি সমেত কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি একই রকমের আরও কিছু ছবি পাই।

    মিডজার্নি অফিসিয়াল নামের এক ফেসবুক গ্রুপে পোস্টটি করা হয়েছে। গ্রূপটির বর্ণনার এক অংশে লেখা হয়, "এটি মিডজার্নির অফিসিয়াল ফেসবুক গ্রুপ, একটি অত্যাধুনিক শব্দ থেকে চিত্র তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম এবং পরিষেবা।"


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    আমরা আরও লক্ষ্য করি, যে ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছেন, এক মন্তব্যে তিনি থাই ভাষায় উল্লেখ করেছেন ছবিগুলি মিডজার্নি ব্যবহার করে তৈরি করা হয়েছে। মন্তব্য নীচে দেখতে পাওয়া যাবে।


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    ছবিগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বুম ওং হুই উ নামের সেই ব্যবহারকারীর সাথেও যোগাযোগ করে। ওং আমাদের এক উত্তরে জানায়, "হ্যাঁ, ছবিগুলি আমার তৈরি"।

    আরও পড়ুন -হিন্দুধর্ম গ্রহণ ডোয়েন জনসনের, ভুয়ো ছবি কৃত্রিম-বুদ্ধিমত্তার


    Tags

    Tom CruiseArtificial Intelligence
    Read Full Article
    Claim :   ছবিতে হলিউড অভিনেতা টম ক্রুজের সাথে তার মতন দেখতে স্টান্টম্যানদের দেখা যাচ্ছে
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!