অভিনেত্রীর ছবি ছড়িয়ে দাবি রিক্সাচালক বাবাকে রিক্সা টানছে এএসআই মেয়ে
বুম ওই মহিলাকে অভিনেত্রী সিমরান কৌর মুন্ডি বলে শনাক্ত করে। ভাইরাল মিথ্যে দাবিটি তিনি নিজেই সোশাল মিডিয়ায় খণ্ডন করেছেন।
একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী সিমরান কৌর মুন্ডি (Simran Kaur Mundi) এক বৃদ্ধকে রিক্সায় (rickshaw) বসিয়ে রিক্সাটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ওই বৃদ্ধের হাতে রয়েছে একটি ছোট প্ল্যাকার্ড, যাতে লেখা 'ফলো স্টার মেসনস' (স্টার মেসনস-এর ওপর নজর রাখো)।
ছবিটি ইন্টারনেটে এই মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে যে, ওই মহিলা হলেন একজন রিক্সাচালকের মেয়ে। যিনি অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেক্টর (ASI) হয়েছেন। এবং আজ তিনি তাঁর বাবাকে রিক্সায় বসিয়ে নিজে রিক্সা চালাচ্ছেন। কারণ তাঁর বাবা তাঁর পড়াশোনার খরচ যুগিয়ে ছিলেন।
বুম যাচাই করে দেখে তাঁর সংস্থা "স্টার মেসনস" সম্পর্কে প্রচার করার জন্য, সিমরান কৌর ছবিটি ২০১৬ সালে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন। ভাইরাল পোস্টে যে দাবিটি করা হচ্ছে, সেটি সিমরান কৌর নিজেই সোশাল মিডিয়ায় খণ্ডন করেছেন। তিনি লেখেন, "উনি আমার বাবা নন, আর আমি এএসআই নই।"
ছবিটির পাঞ্জাবিতে লেখা ক্যাপশন অনুবাদ করলে অর্থ হয়, "বাবা রিক্সা চালিয়ে তাঁর উপার্জনে মেয়েকে এএসআই করেছেন। বাবার মানসিকতাকে সেলাম।"
পোস্টটি দেখুন এখানে।
পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ছবির মহিলাকে সিমরান কৌর মুন্ডি হিসেবে শনাক্ত করে। এবং তাঁর অফিসিয়াল হ্যান্ডেল গুলিতে ভাইরাল ছবিটির সন্ধান করা হয়।
তার ফলে, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা ওই ছবিটি দেখতে পাই। সেটি ১৫ জানুয়ারি, ২০১৬ আপলোড করা হয়েছিল।
ওই ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "আসুন আমার গাড়িতে বসুন। এবং স্টার মেসনের ওপর নজর রাখুন। #starmasons #Badshah # Bangalore @starmasons।"
পোস্টটি দেখুন এখানে।
তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভাইরাল-হওয়া মিথ্যে দাবিটি সম্পর্কে একটি টুইটও দেখতে পাই আমরা। তিনি ভাইরাল পোস্টটির একটি স্ক্রিনগ্র্যাব দিয়ে লেখেন যে, তিনি এএসআই নন।
তিনি বলেন যে, রিক্সায় যে বৃদ্ধ রয়েছেন, তিনি তাঁর বাবা নন।
সিমরান লেখেন, "১১৪টি মন্তব্যের মধ্যে অধিকাংশই হল অভিনন্দন। তা থেকে প্রমাণ হয় যে, সোশাল মিডিয়ায় যা প্রকাশিত হয়, লোকে আজকাল তা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় !! এবং এটা নাকি একটা "নিউজ পোর্টাল"। যে কেউ তথ্য যাচাই করুন। উনি আমার বাবা নন। আর আমি এএসআই নই। মিথ্যে খবর।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও নিশ্চিত হওয়ার জন্য, বুম সিমরান কৌর মুন্ডি'র অফিসের সঙ্গে যোগাযোগ করে। ই-মেলের মারফৎদেওয়া উত্তরে তাঁরা বলেন, "এই দাবিটি মিথ্যে। আসল পোস্টটি ২০১৬ সালের (স্ক্রিনশট শেয়ারকরা হল)। সেটি এখনও তাঁর প্রোফাইলে আছে।"
তাঁরা আরও লেখেন, "তাঁর কম্পানি স্টার মেসনস-এর জন্য অমৃতসরে প্রচার করার সময় সিমরান এই ছবিটি তোলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, বাদশাহকে নিয়ে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্টার মেসনস। সেটির প্রচারের অংশ ছিল ছবিটি।"