BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মুর্শিদাবাদে বাবরি মসজিদের...
ফ্যাক্ট চেক

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ভিড় দাবি করে ছড়াল গুজরাটের ভিডিও

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে এবছরের নভেম্বর মাসে গুজরাটে বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভিড় লক্ষ্য করা যায়।

By - Srijit Das |
Published -  9 Dec 2025 5:22 PM IST
  • মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ভিড় দাবি করে ছড়াল গুজরাটের ভিডিও
    Listen to this Article

    তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিস্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস অনুষ্ঠানে জনসমাগমের দৃশ্য দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।

    তবে বুম যাচাই করে দেখে ভিডিওটির সাথে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। ভাইরাল ভিডিওতে আদতে গত নভেম্বর মাসে আদিবাসী সমাজসংস্কারক বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাটে হওয়া ভিড় লক্ষ্য করা যায়।

    ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের তারিখ মনে রেখে এবছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। অনুষ্ঠান উপলক্ষ্যে বহু মানুষের সমাগম হয় মুর্শিদাবাদে, মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদনও করা হয়। আনন্দবাজারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্থ সাহায্য পাওয়ার জন্য সভাস্থলেই ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন।

    ভাইরাল দাবি

    ভিডিওটি পোস্ট করে ফেসবুকে একজন ব্যবহারকারী লেখেন, "*মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস যে এক ঐতিহাসিক মুহূর্ত,* তা যেমন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে — *"হুমায়ুন কবির" নামটি সেই ইতিহাসের প্রথম পাতায় থাকবে।* কারণ, তিনি ছিলেন সাহসের মুখ, ঈমানের কণ্ঠ। ঠিক তেমনই ইতিহাসে এ কথাও লেখা থাকবে — *এই মসজিদ নির্মাণের ঘোষণার অপরাধে, তাকে বহিষ্কার করেছিলেন মমতা ব্যানার্জি!* **একজন ইতিহাস গড়লেন, আরেকজন নিজের মুখেই নিজের চরিত্র লিখে গেলেন।** সময় সব মনে রাখে, ইতিহাস কাউকে ক্ষমা করে না!"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি গুজরাটের, পশ্চিমবঙ্গের নয়

    ১. ভিডিওটি পুরনো: আমরা ভিডিওটির কীফ্রেমকে ভেঙে রিভার্স সার্চ করায় এই একই ভিডিও ১৬ নভেম্বর, ২০২৫ তারিখে করা এক ইনস্টাগ্রাম পোস্টে খুঁজে পাই। ওই পোস্টে একজন ব্যবহারকারী গুজরাটি ভাষায় লেখেন ভিডিওটিতে আদিবাসী সমাজ সংস্কারক বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রংয়ে বিধায়ক শ্রী চৈতর ভাসাভার নেতৃত্বে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের দৃশ্য লক্ষ্য করা যায়।

    View this post on Instagram

    A post shared by Yakub Yunus Munshi (@yakub.munshi.39)

    এর থেকে বোঝা যায় ভাইরাল ভিডিওটির সাথে সাম্প্রতিক মুর্শিদাবাদে হওয়া বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই।

    ২. গুজরাটে বীরসা মুণ্ডার জন্মবার্ষিকী উদযাপন: উপরোক্ত পোস্ট থেকে পাওয়া তথ্য নিয়ে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমরা ঘটনাটি সংক্রান্ত বেশ কয়েকটি গুজরাটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই। গুজরাটি সংবাদমাধ্যম দিব্য ভাস্করের ১৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিধায়ক চৈতর ভাসাভা-অনন্ত প্যাটেল সহ অনেক নেতা এবং হাজার হাজার আদিবাসী ভারুচ জেলার নেত্রাংয়ে সমবেত হয়েছিলেন।

    আম আদমি পার্টির বিধায়ক চৈতর ভাসাভা নিজেও গত ১৫ নভেম্বর নিজের যাচাইকৃত এক্স হ্যান্ডেল থেকে অনুষ্ঠানটির ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম গুজরাট ফার্স্টও ঘটনাটি নিয়ে সেসময় ভিডিও রিপোর্ট প্রকাশ করে।

    ৩. গুগল ম্যাপে ভিডিওতে দেখতে পাওয়া স্থান: আমরা এরপর সংবাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্যকে সূত্র ধরে গুগল ম্যাপেও স্থানটিকে চিহ্নিত করতে সক্ষম হই। নীচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।



    আরও পড়ুন -ইমরান খানের বোনের ডিপফেক ভিডিও ভুয়ো দাবিতে প্রকাশ ভারতীয় সংবাদমাধ্যমে


    Tags

    West Bengal
    Read Full Article
    Claim :   ভিডিওতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হওয়া ভিড় লক্ষ্য করা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!