BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ইমরান খানের বোনের ডিপফেক ভিডিও ভুয়ো...
ফ্যাক্ট চেক

ইমরান খানের বোনের ডিপফেক ভিডিও ভুয়ো দাবিতে প্রকাশ ভারতীয় সংবাদমাধ্যমে

বুম দেখে ভিডিওটি স্কাই নিউজের এক সাক্ষাৎকার থেকে নিয়ে তাতে এআই দিয়ে বানানো কণ্ঠস্বর যোগ করে ভুয়ো দাবিটি করা হয়েছে।

By -  Anmol Alphonso
Published -  5 Dec 2025 7:01 PM IST
  • ইমরান খানের বোনের ডিপফেক ভিডিও ভুয়ো দাবিতে প্রকাশ ভারতীয় সংবাদমাধ্যমে
    Listen to this Article

    ইন্ডিয়া টুডে (India Today) এবং এবিপি নিউজের (ABP News) মতো বেশ কয়েকটি মূলধারার ভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি একটি ডিপফেক ভিডিওকে সত্যি বলে রিপোর্ট করে জানিয়েছে যে ইমরান খানের বোন আলিমা খান নাকি সেদেশের সেনাপ্রধান আসিম মুনিরকে উগ্র ইসলামপন্থী বলে উল্লেখ করেছেন, যিনি নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান।

    বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে ডিপফেক যেখানে আসল ভিডিওতে থাকা শব্দ সম্পাদনা করে বদলে কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়ো কথোপকথন ব্যবহার করা হয়েছে।

    ভাইরাল দাবি: ভিডিওতে আলিমা খান বলছেন, অসীম মুনির একজন 'উগ্র ইসলামপন্থী' 'যিনি ভারতের সঙ্গে যুদ্ধ চান'

    ভাইরাল ভিডিওটি এক্স হ্যান্ডেল @RealBababanaras পোস্ট করে ক্যাপশনে লেখে, "ব্রেকিং: স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান অভিযোগ করেছেন যে সেনাপ্রধান আসিম মুনির নাকি নিজের ইসলামিক পরিচয় জোরদার করতে ভারতের সঙ্গে মে মাসের সংঘাত তৈরি করেছিলেন। তিনি আরও দাবি করেছেন পহেলগামে হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা নাকি তার পরিকল্পনার অংশ ছিল।"

    এর আগেও বুম ওই অ্যাকাউন্ট থেকে করা ভুয়ো তথ্য খণ্ডন করেছে।

    BREAKING: In a Sky News interview, Aleema Khan, the sister of ex-PM Imran Khan, alleged that Army Chief Asim Munir engineered the May conflict with India to bolster his Islamic identity, and claimed the selective targeting of Hindus in Pahalgam was part of his plan. pic.twitter.com/hvXg6TlVU8

    — Baba Banaras™ (@RealBababanaras) December 3, 2025

    ওই পোস্টের আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।

    ইন্ডিয়া টুডে, এবিপি নিউজ, আউটলুক, দৈনিক জাগরণ, নিউজ ১৮ হিন্দি এবং আজতক-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম স্কাই নিউজের সাক্ষাৎকার সম্পর্কে ভুলভাবে রিপোর্ট করে ডিপফেক ভিডিওর ভুয়ো বক্তব্যকে আলিমা খানের নামে প্রকাশ করে, যেখানে দাবি করা হয়েছিল আলিমা নাকি আসিম মুনিরকে “উগ্র ইসলামপন্থী, যিনি ভারতের সঙ্গে যুদ্ধ চান” বলে উল্লেখ করেছেন।

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও ইন্ডিয়া টুডের সেই প্রতিবেদনটি টুইট করে ইমরান খানের বোনের সমালোচনা করে বলেন "ওরা ক্ষমতার জন্য মরিয়া"। পরে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনটি সংশোধন করে জানায় ভিডিওটি ডিপফেক।

    পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।

    আমরা যা পেলাম:

    ১. আসল সাক্ষাৎকার: আমরা আলিমা খানের স্কাই নিউজের আসল সাক্ষাৎকারটি পরীক্ষা করি। ওই সাক্ষাৎকারে কোথাও তিনি বলেননি মুনির “উগ্র ইসলামপন্থী যিনি ভারতের সঙ্গে যুদ্ধ চান”। তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কেও কোনো মন্তব্য করেননি। তিনি শুধু সেনাপ্রধানকে তার ভাইকে জেলে পাঠানোর জন্য সমালোচনা করেন এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য তাকে দায়ী করেন। পুরো সাক্ষাৎকারটি নিচে দেখা যাবে।

    ২. এআই ডিপফেক ভয়েস ডিটেকশন টুলের ফলাফল: আমরা ১.১২ মিনিটের ওই ভিডিওটিকে দুটি এআই ডিপফেক ভয়েস ডিটেকশন টুলে পরীক্ষা করি: হিয়া ডিপফেক ভয়েস ডিটেক্টর এবং ইউবি মিডিয়া ফরেনসিকস ল্যাবের ডিপফেক-ও-মিটার। দুটি টুলই জানায় ভাইরাল ভিডিওতে থাকা কণ্ঠস্বরটি আসল ভিডিওর উপর বসানো হয়েছে।

    হিয়া ডিপফেক ভয়েস ডিটেক্টর সেই কণ্ঠস্বরকে ১০০ এর মধ্যে ১ নম্বর দিয়েছে, যা ভিডিওটিকে ডিপফেক হওয়ার খুব বেশি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর ইউবি মিডিয়া ফরেনসিকস ল্যাবের ডিপফেক-ও-মিটারও নিশ্চিত করে যে ভিডিওটিতে এআই ব্যবহার করা হয়েছে। ওই টুলে করা পরীক্ষাগুলির একটির ফলাফলে কণ্ঠস্বরটি ভুয়ো হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ দেখানো হয়েছে।

    ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।

    ৩. সাংবাদিক ইয়ালদা হাকিম ভুয়ো ভিডিওটি খারিজ করেছেন: স্কাই নিউজের ইয়ালদা হাকিম, যিনি আলিমা খানের সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনিও এক্সে ডিপফেক ভিডিওটিতে করা দাবি খণ্ডন করেন। তিনি লেখেন, "এটা ভয়ংকর, আমার ইমরান খানের বোন আলিমা খানের সঙ্গে নেওয়া সাক্ষাৎকারের একটি ডিপফেক ছড়ানো হচ্ছে। সেখানে মিথ্যা দাবি করা হয়েছে যে আমরা নাকি এবছরের শুরুর দিকে পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে কথা বলেছি। আমরা তা করিনি। এই ভিডিওটি পুরোপুরিভাবে ভুয়ো।"

    This is terrifying — a deepfake of my interview with Imran Khan’s sister, Aleema Khan, is circulating. It falsely claims we discussed the Pakistan-India war earlier this year. We did NOT. This clip is completely fake. https://t.co/ucbvBHqTKp

    — Yalda Hakim (@SkyYaldaHakim) December 3, 2025

    ইমরান খান ২০২৩ সালের অগাস্টে গ্রেপ্তারের পর থেকে জেলে রয়েছেন, যেখানে তাকে রাষ্ট্রের উপহার বেআইনিভাবে বিক্রি করার মামলায় তিন বছরের সাজা দেওয়া হয়। তার বোন আলিমা খান ২ ডিসেম্বর ২০২৫ তারিখে স্কাই নিউজের ইয়ালদা হাকিমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ সময় পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে ইমরান খান এখন একাকীত্বে ভুগছেন। আলিমা আসিম মুনিরেরও সমালোচনা করেছেন। আলিমা বলেন, ইমরান খান মনে করেন যে তার সঙ্গে যা করা হচ্ছে তার জন্য সেনাপ্রধানই দায়ী। তিনি পরিস্থিতিকে এক ধরনের একনায়কতন্ত্র বলে বর্ণনা করে বলেন জেলের বাইরে অনেক মানুষ জড়ো হওয়ার কারণে শুধুমাত্র তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।

    ডিপফেক ভিডিওটি ঠিক কে তৈরি করেছে তা স্পষ্ট নয়। বুম সম্প্রতি ভারতকে লক্ষ্য করে একদল এক্স অ্যাকাউন্ট থেকে সম্বন্বিতভাবে এআই দিয়ে বানানো ভিডিও, ভুয়ো উদ্ধৃতি, মিথ্যা চিঠি আর বানানো খবর ছড়িয়ে অনলাইনে বিভ্রান্তি তৈরি করার বিষয়ে ইতিমধ্যেই রিপোর্ট করেছে। পড়ুন এখানে।

    আরও পড়ুন -আফগান মন্ত্রী ভারতীয় মুসলমানদের নিপীড়নকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেননি


    Tags

    Imran Khan
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের বোন বলছেন উগ্র ইসলামপন্থী আসিম মুনির নাকি ভারতের সঙ্গে যুদ্ধ চান
    Claimed By :  X handles, Media outlets
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!