বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ দাবিতে ছড়াল রাজস্থানের ভিডিও
বুম দেখে ভিডিওটি স্কুলের ছাদ ভেঙে শিশু মৃত্যুর ঘটনায় গত সেপ্টেম্বর মাসে রাজস্থানে হওয়া প্রতিবাদ মিছিলের।

মশাল হাতে বহু মানুষের মিছিলের এক ভিডিও সম্প্রতি পোস্ট করে সমাজমাধ্যমে দাবি করা হয় এভাবেই নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে বিহারে রাস্তায় সমবেত হয়েছেন যুবকেরা।
বুম যাচাই করে দেখে ভিডিওটি রাজস্থানের জয়পুরে হওয়া এক প্রতিবাদ মিছিলের। স্কুলের ছাদ ভেঙে কিছু পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সেখানে এই প্রতিবাদ মিছিলটির আয়োজন করা হয়।
কিছুদিন আগেই বিহারে সম্পন্ন হয় সেরাজ্যের বিধানসভা নির্বাচন। বিজেপির সাথে জোট বেঁধে বিপুলসংখ্যক আসনে জয়ের পর দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে হারের পর বিরোধীদের নিশানায় উঠে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা। এরই প্রেক্ষিতে ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মশাল হাতে রাস্তায় যুবকরা"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি রাজস্থানে হওয়া এক প্রতিবাদ মিছিলের
গত অক্টোবর মাসে এই ভিডিওটি অন্য ভুয়ো দাবিতে ভাইরাল হলে তার তথ্য যাচাই করে বুম হিন্দি।
১. ভিডিওটি জয়পুরের: বুম ভাইরাল ভিডিওটি যাচাই করতে তার কিছু কীফ্রেম গুগল লেন্স দিয়ে রিভার্স সার্চ করে বেশ কিছু পোস্ট খুঁজে পায় যেখানে ভিডিওটিকে জয়পুরের বলে উল্লেখ করা হয়। তাছাড়াও আমরা এনডিটিভি রাজস্থানের একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয়, নরেশ মীনার সমর্থকরা ২৫ সেপ্টেম্বর ২০২৫ রাতে জয়পুরের ত্রিবেণী নগর চৌরাস্তা থেকে গুর্জর কি ঠাড়ি পর্যন্ত মশাল মিছিল বের করেছিলেন।
২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এনডিটিভি রাজস্থানের প্রতিবেদনে মশাল মিছিল সংক্রান্ত ছবিও প্রকাশ করা হয়।
২. মশাল মিছিল হওয়ার কারণ: এনডিটিভি রাজস্থান সহ অন্যান্য সংবাদমাধ্যম যেমন পত্রিকা, নবভারত টাইমস ওই মশাল মিছিলের বিষয়ে রিপোর্ট করে। ওই রিপোর্টগুলি অনুযায়ী, রাজস্থানের নেতা নরেশ মীনা সেরাজ্যের ঝালাওয়াড়ের পিপলোদী স্কুল দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের জন্য ন্যায় দাবি করতে ১৪ দিন ধরে আমরণ অনশন করেছিলেন। মীনার দাবি ছিল, পীড়িতদের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
৩. পিপলোদী স্কুল দুর্ঘটনা: গত ২৬ জুলাই প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ২৫ জুলাই রাজস্থানের পিপলদী গ্রামে সরকারি এক স্কুলের ছাদ ভেঙে মারা যায় ৭ জন পড়ুয়া, গুরুতরভাবে আহত হয় আরও ৮ জন। প্রতিবেদন অনুযায়ী, স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে সকাল ৮:৩০ টার সময় যখন পড়ুয়ারা প্রার্থনার জন্য জড়ো হয়েছিল।
ঘটনার পর রাজস্থান সরকারের তরফে সেসময় ৫ জন সরকারি শিক্ষককে বরখাস্ত করার পাশাপাশি এক তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল।







