না, এই ভিডিওটি নূপুর শর্মার মন্তব্যের বিরোধিতায় মিছিলের দৃশ্য নয়
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপির (BJP) নিলম্বিত (Suspended) মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত। ভারত ছাড়াও আন্তর্জাতিক মহলে এই মন্তব্য নিয়ে বিরোধিতার মাঝেই নূপুর শর্মার গ্রেপ্তারির দাবি করে পদযাত্রার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
প্রসঙ্গতঃ, কিছুদিন আগে সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন নূপুর শর্মা। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা নিয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। এই প্রেক্ষিতেই সুবিশাল এক মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়।
নূপুর শর্মার গ্রেপ্তারির দাবি সংক্রান্ত এক হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটির ক্যাপশনের এক অংশে লেখা হয়, "আমরা মুসলিমরা কখনোই আমাদের প্রীয় নবী হজরত মুহাম্মদ(সাঃ) এর অপমান সহ্য করবো না "।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
একই দাবি করে ভাইরাল হওয়া এমনই আরও একটি পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: ভারতে মাথাপিছু আয় এখন দ্বিগুণ, বিজেপি সভাপতি জে পি নাড্ডার দাবি সত্যি?
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওটির কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে দেখতে পায় ২০২১ সাল থেকে ভিডিওটি ইন্টারনেটে রয়েছে।
২০২১ সালের ১৯ অগস্ট এক ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশন হিসাবে সেখানে আরবি ভাষায় "আশুরা অনুষ্ঠান" কথাটির উল্লেখ করা হয়।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ইসলাম মতে আশুরা হল আরবি বর্ষের প্রথম মাস অর্থাৎ মহরম মাসের ১০ তারিখ।
এছাড়াও, ২০২১ সালে আপলোড করা সেই ইনস্টাগ্রাম ভিডিওটির এক অংশে আরবি ভাষায় কিছু লেখা দেখতে পাওয়া যায়। গুগল ট্রান্সলেটরে সেই লেখার অনুবাদ করলে তার অর্থ হয়, "দুঃখের মিছিল ৭ মহরম ১৪৪৩"।
এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে ইউটিউবে কীওয়ার্ড সার্চ করায় ২০২১ সালের ১৭ অগস্ট আপলোড করা এক ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন হিসাবে আরবিতে লেখা হয়, "আল-আব্বাস ১৪৪৩ সালের ৭ই মহরমে দুঃখের মিছিল, সামাওয়াহবাসী"।
ভিডিওটির ২ মিনিট ৪০ সেকেন্ড অংশের দৃশ্যের সাথে ভাইরাল ভিডিওয় উপস্থিত জায়গার সাদৃশ্য লক্ষ্য করা যায়।
এছাড়াও আমরা গুগল ম্যাপে কীওয়ার্ড সার্চ করে ইরাকের সেই জায়গার দৃশ্য দেখতে পাই। নিচে ম্যাপের সেই অংশকে দেখতে পাওয়া যাবে।
(অতিরিক্ত রিপোর্টিং: সুজিত এ)
আরও পড়ুন: বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে গণপিটুনি ভুয়ো দাবিতে ছড়াল ২০০৮ সালের ছবি