BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে...
ফ্যাক্ট চেক

ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে বলেছেন রাহুল গান্ধী? ছড়াল সম্পাদিত ভিডিও

বুম যাচাই করে দেখে আসল ভিডিওতে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে যমুনা নদী বিতর্কের কথা উল্লেখ করছিলেন।

By - Srijit Das |
Published -  5 Nov 2025 1:14 PM IST
  • ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে বলেছেন রাহুল গান্ধী? ছড়াল সম্পাদিত ভিডিও
    Listen to this Article

    সম্প্রতি কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সম্পাদিত এক ভিডিও পোস্ট করে দাবি করা হয় রাহুল ঈশ্বরের সাথে নিজের সরাসরি সংযোগের দাবি করছেন।

    বুম দেখে আসল ভিডিওতে রাহুল প্রধানমন্ত্রী মোদীর নিজের জৈবিক উৎপত্তি সংক্রান্ত পূর্ববর্তী মন্তব্যকে নিশানা ও সাম্প্রতিক যমুনা নদী বিতর্ক সম্পর্কিত মন্তব্য করছিলেন।

    ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, “আমি অসুস্থ হই না। আমার উপরের একজনের সাথে সরাসরি সংযোগ আছে। আমি ঈশ্বরের সাথে সরাসরি কথা বলি।”

    ভাইরাল দাবি

    ভিডিওটি ফেসবুকে পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন, "আমার কোনও রোগ হয় না, আমার উপর থেকে সরাসরি সংযোগ আছে...!"

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে: ভাইরাল ভিডিও সম্পাদিত

    ১. আসল ভিডিও: আমরা গুগল লেন্স ব্যবহার করে ভিডিওটি কে পাওয়া কী-ফ্রেমগুলির উপর রিভার্স সার্চ করি। ওই সার্চের মাধ্যমে আমরা সংবাদসংস্থা এএনআইয়ের পোস্ট করা ২০২৫ সালের ২৯ অক্টোবর বিহারের দ্বারভাঙ্গা জেলার রাহুল গান্ধীর বক্তৃতার এক দীর্ঘ সংস্করণ খুঁজে পাই।

    #WATCH | Darbhanga, Bihar | Lok Sabha LoP Rahul Gandhi says, "PM Modi said that he will bathe on the Yamuna for Chhath. I said in the last meeting that we can get anything done from PM Modi during the elections. In the next meeting, if 200 people from the crowd ask PM Modi to… pic.twitter.com/x47nPB9gyp

    — ANI (@ANI) October 29, 2025

    আসল ভিডিওটি শুনলে স্পষ্ট হয়ে যায়, রাহুল প্রধানমন্ত্রী মোদীর করা নিজের জৈবিক উৎপত্তি ও 'ঈশ্বরের কোনও উদ্দেশ্যসাধনে পাঠানো' সংক্রান্ত পূর্ববর্তী মন্তব্যের বিষয়ে এক ব্যঙ্গাত্মক মন্তব্য করছিলেন, নিজের সম্পর্কে নয়।

    ২. রাহুল গান্ধীর বক্তব্য: রাহুল গান্ধীর বক্তৃতাটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই দিনে বিহারের দ্বারভাঙ্গা থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। ৩৫:০৭ মিনিটে রাহুলকে বলতে শোনা যায়, “মোদি জি কিছু নাটক করলেন, সেখানে ছোট একটা পুকুর তৈরি করলেন। আপনারাও সেটা দেখেছেন, তাই না? এটাই ভারত। নির্বাচনের সময় উনি আপনাকে কিছু দেখাবেন… দেখুন ভাই, আমার ৫৬ ইঞ্চির বুক, আমি যমুনায় স্নান করতে যাচ্ছি, আমি অসুস্থ হই না। আমার উপরের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। আমি ঈশ্বরের সাথে সরাসরি কথা বলি, আমার যমুনায় কোনও রোগ হবে না।”

    সম্প্রতি দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে এক রাজনৈতিক বিতর্ক শুরু হয় যখন আম আদমি পার্টি (আপ) কিছু দৃশ্য শেয়ার করে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছট পূজা উদযাপনের জন্য একটি “নকল ঘাট” তৈরি করা হয়েছে। আপের দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ওই স্থানটি পরিদর্শন করেছে এবং নির্দিষ্ট জায়গায় ক্যামেরা বসানোর কথা রয়েছে যাতে নদীটিকে পরিষ্কার দেখানো যায়। তিনি আরও জানান, শুধুমাত্র পূর্বনির্ধারিত সংবাদমাধ্যমকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ভরদ্বাজের দাবি, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেলে প্রধানমন্ত্রী পরিকল্পনাটি বাতিল করেন।

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এবিষয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন নীচে দেখা যাবে।


    আরও পড়ুন -আফগান মন্ত্রী ভারতীয় মুসলমানদের নিপীড়নকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেননি


    Tags

    CongressRahul Gandhi
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন ঈশ্বরের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!