
নূপুর শর্মা সমর্থনের দাবি করে ছড়াল পুরনো পদযাত্রার ভিডিও
বুম দেখে নূপুর শর্মার সাম্প্রতিক মন্তব্য বিতর্কের সাথে এই ভিডিওর সম্পর্ক নেই। ২০১৯ সাল থেকে ভিডিওটি ইন্টারনেটে রয়েছে।

বিজেপির নিলম্বিত (Suspended) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) পয়গম্বরকে নিয়ে মন্তব্য বিতর্কের মাঝেই তার সমর্থনে হিন্দুদের পদযাত্রা দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
কিছুদিন আগে পয়গম্বর মহম্মদকে নিয়ে সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করে দেশে ও বিদেশে নানা মহলে ক্ষোভের মুখে পড়েন নূপুর শর্মা। বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে দেশের নানা প্রান্ত। এই প্রেক্ষিতেই নূপুর শর্মার প্রতি হিন্দুদের সমর্থন দাবি করে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "যে সকল সনাতনী বন্ধুরা ফেসবুকের মাধ্যমে সনাতনী ধর্মের প্রচার করেছেন তাদের পরিশ্রম বিফলে যায়নি ধীরে ধীরে হিন্দুরা জাগ্রত হচ্ছে তার প্রমাণ বিহারের হিন্দু ভাইয়েরা দেখিয়ে দিলো নূপুর শর্মার সমর্থনে।। জয় শ্রী রাম"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এই একই ভিডিও নূপুর শর্মার সমর্থনে নাগা সাধুদের মিছিল দাবি করে একজন টুইটার ব্যবহারকারী লেখেন, "হিন্দু শেরনী নুপুর শর্মার সমর্থনে, এবার নাগা সাধু ময়দানে.. এবার তান্ডব শুরু হবে.. হর হর মহাদেব"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: নূপুর শর্মার পক্ষে মিছিল বিভ্রান্তিকর দাবিতে ছড়াল নয়ডায় হনুমান জয়ন্তীর ভিডিও
তথ্য যাচাই
বুম ভিডিওটির কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে দেখতে পায় ভিডিওটি ২০১৯ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
প্রথমে ভিডিওটির একটি ফ্রেমকে রিভার্স সার্চ করে দেখতে পাওয়া যায় এই একই ভিডিও ২০২০ সালের ২৫ ডিসেম্বর ইউটিউবে কুম্ভ মেলার দাবি করে এক ব্যাবহারকারী আপলোড করেন।
নিচে সেই ভিডিওটি দেখতে পাওয়া যাবে।
এরপর ভিডিওটির অন্য কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে ২০১৯ সালে ৭ মার্চের এক টুইট খুঁজে পাওয়া যায় যেখানে ভাইরাল ভিডিওটি আড়াআড়িভাবে আপলোড করা হয়।
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
নিচে ভাইরাল ভিডিও ও ২০১৯ সালে আড়াআড়িভাবে আপলোড করা ভিডিওর সাদৃশ্যের তুলনা করা হল।
তুলনা
ওই টুইটার ব্যবহারকারীও দৃশ্যটি কুম্ভ মেলার দাবি করে সেসময় ভিডিওটি টুইট করেন। তবে বুমের তরফ থেকে ভিডিওটি ঠিক কবে ও কোথায় তোলা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২০ সালে ভিডিওটি অন্য ভুয়ো দাবিসমেত ভাইরাল হলে বুম হিন্দির তরফে ভিডিওটির তথ্য যাচাই করা হয়।
আরও পড়ুন: নূপুর শর্মার বাড়িতে তাণ্ডব দাবিতে ছড়াল ওড়িশার ভদ্রকের পুরনো ভিডিও
Updated On: 2022-06-22T17:25:16+05:30
Claim : ভিডিওতে দেখা যায় নূপুর শর্মার সমর্থনে হিন্দুদের পদযাত্রা
Claimed By : Social Media Users
Fact Check : Misleading
Next Story