BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অমিত মালব্যের ছাঁটাই ভিডিও সহ টুইটে...
ফ্যাক্ট চেক

অমিত মালব্যের ছাঁটাই ভিডিও সহ টুইটে দাবি অরিজিৎ সিংহের গেরুয়া গানে রাজনীতির বার্তা

বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদিত। মূল ভিডিওতে ‘গেরুয়া’ গানের আগে অরিজিৎ সিংহ অন্য আরেকটি বাংলা গান শোনান।

By - Srijit Das |
Published -  19 Dec 2022 5:28 PM IST
  • অমিত মালব্যের ছাঁটাই ভিডিও সহ টুইটে দাবি অরিজিৎ সিংহের গেরুয়া গানে রাজনীতির বার্তা
    Listen to this Article

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (২০২২) মঞ্চে অরিজিৎ সিং-এর (Arijit Singh) পরিবেশন করা সঙ্গীতের এক কাটছাঁট করা ভিডিও টুইট করে বিজেপির আইটি সেল-এর প্রধান অমিত মালব্য (Amit Malviya) ভুয়ো দাবি করেন অরিজিৎ নাকি 'রঙ দে তু মোহে গেরুয়া' গানটি গেয়ে মমতা ব্যানার্জিকে একটা রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন।

    এই গানটি অরিজিৎ শাহরুখ খান অভিনীত 'দিলওয়ালে…' সিনেমায় গেয়েছিলেন। গানটির অর্থ —আমাকে গেরুয়া রঙে রাঙিয়ে দাও।

    মালব্যর দাবি পশ্চিমবঙ্গে বিজেপির গৈরিকীকরণের রাজনীতির প্রতি সমর্থন জানাতেই যেন অরিজিৎ এত গানের মধ্যে থেকে এই বিশেষ গানটি বেছে নিয়েছিলেন।

    বুম দেখে ভিডিওটি কাটছাঁট করে তৈরি করা হয়েছে এবং ভুল ভাবে অরিজিতের পরিবেশনকে ব্যাখ্যা করা হয়েছে। মূল ভিডিওতে অরিজিৎ এই 'গেরুয়া' গানের আগে "বোঝে না সে বোঝে না" বলে অন্য একটি গান পরিবেশন করেন। আমরা আরও দেখেছি যে, গোটা অনুষ্ঠানে অরিজিৎ কখনওই রাজনৈতিক বক্তব্য রাখেননি।

    ১৫ ডিসেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি ও অরিজিৎ সিংহ সহ বেশ কিছু বিশিষ্ট মানুষ মঞ্চে উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁর ভাষণে অমিতাভ মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্বের কথা বলেন এবং শাহরুখ খান তাঁর 'পাঠান' চলচ্চিত্রের বিরুদ্ধে ওঠা বয়কটের দাবি এবং সোশাল মিডিয়ায় 'ট্রোল্ড' হওয়ার বিষয়ে বক্তব্য পেশ করেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ বেশ কিছু রাজনীতিবিদও মঞ্চে হাজির ছিলেন।

    মালব্য তাঁর টুইটে লিখেছেন, "মমতা ব্যানার্জি অরিজিৎ সিংহকে তাঁর পছন্দের যে কোনও গান গাইবার অনুরোধ করলে অরিজিৎ "রঙ দে তু মোহে গেরুয়া" গানটিই বেছে নেন। এটা ছিল এক অনুভব ও উপলব্ধির সন্ধ্যা। শ্রীযুক্ত বচ্চন থেকে শুরু করে অরিজিৎ সিংহ পর্যন্ত মমতা ব্যানার্জিকে তাঁর খিড়কিতে দাঁড়িয়েই মনে করিয়ে দেন যে, বাংলার ভবিষ্যত গেরুয়াই"।


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    মালব্যর ওই ভুয়ো দাবিকেই আরও অতিরঞ্জিত করে শেয়ার করেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার।


    এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন:কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের পুরনো বক্তব্য ছড়াল ২০২২ সালের বলে

    তথ্য যাচাই

    বুম গত ১৫ ডিসেম্বরের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখে বিজেপি নেতাদের পোস্ট করা ভিডিও কাটছাঁট করা বলে নিশ্চিত হতে পারে।

    মমতা ব্যানার্জির সরকারি ফেসবুক পেজে গোটা অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল।

    মূল ভিডিওটিতে অরিজিৎ সিংহ প্রথমে গান 'বোঝে না সে বোঝে না' নামে একটা বাংলা গান। তার পরেই তিনি শাহরুখ খানের জনপ্রিয় 'দিলওয়ালে' চলচ্চিত্রের 'রঙ দে তু মোহে গেরুয়া' গানটি গান।

    ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থিত দর্শকদের অনুরোধ শিরোধার্য করে মমতা ব্যানার্জি মঞ্চেই অরিজিৎকে গান গাওয়ার ইশারা করেন। শ্রোতাদের অনুরোধে বাংলা গান 'বোঝে না সে বোঝে না' গানটি গাইতে সম্মত হলেও অরিজিৎ বলে ওঠেন, "এখানে স্বয়ং শাহরুখ খান আমার সামনে হাজির! আমি কোন সাহসে অন্য গান গাইব? তাই আমি খুব তাড়াতাড়ি দুটো লাইন আপনাদের শুনিয়ে দিচ্ছি।"

    এর পরেই অরিজিৎ প্রথমে বাংলা গানটি শোনান, তারপর ২০১৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি 'দিলওয়ালে' থেকে 'রঙ দে তু মোহে গেরুয়া' এই হিন্দি গানটি গেয়ে শোনান।

    আরও পড়ুন:আর্জেন্টিনার পতাকা হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল ছবি ভুয়ো


    Tags

    Arijit SinghShah Rukh KhanAmit MalviyaBharatiya Janata Party
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখার সময় অরিজিৎ সিং কলকাতা চলচিত্র উৎসবে 'রং দে তু মোহে গেরুয়া' গেয়েছেন
    Claimed By :  Amit Malviya, Sukanta Majumdar
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!