ওয়াংচুকের আটকে দায়ী অমিত শাহ? পুলিশের দোষারোপের ভিডিওটি AI দিয়ে তৈরি
বুম দেখে মূল প্রেস কনফারেন্সে গুলাম মুহাম্মদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওয়াংচুকের আটক করার জন্য দোষারোপ করেননি।

মহারাষ্ট্র কংগ্রেসের (Maharashtra Congress) এক্স অ্যাকাউন্ট একটি ডিপফেক ভিডিও পোস্ট করে সম্প্রতি দাবি করে লেহর অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) গুলাম মুহাম্মদ স্বীকার করেছেন সোনাম ওয়াংচুককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশে আটক করা হয়েছে।
বুম দেখে AI ব্যবহার করে আসল ভিডিওটির পরিবর্তন করে তাতে ভুয়ো এক ভয়েসওভার এবং লিপসিঙ্ক করিয়ে দাবিটি তৈরি করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের এক প্রেস কনফারেন্সে এডিসি লেহ মুহাম্মদ ২৪ সেপ্টেম্বর লেহতে হওয়া প্রতিবাদে আহত ও মৃতের সংখ্যা সম্পর্কে বক্তব্য রাখেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে প্রতিরোধমূলক আটক করা হয় এবং যোধপুর জেলে স্থানান্তরিত করা হয়।
দাবি: ভিডিওতে লেহ এডিসি বলছেন অমিত শাহের নির্দেশে তারা ওয়াংচুককে আটক করেছেন
ভাইরাল ভিডিওটি মহারাষ্ট্র কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে যার ক্যাপশনটি মারাঠি থেকে অনুবাদ করলে পড়া যায়, "অমিত শাহ জি, কি এটা সত্যি? কেন আপনি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের এত সমস্যা দিচ্ছেন? কেন আপনি তাদের আপনার গোদি মিডিয়ার সাহায্যে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন।"
ভিডিওর ৫২ সেকেন্ডে মুহাম্মদকে বলতে শোনা যায়, "যেমন সবাই জানে, লেহতে দুঃখজনক ঘটনা ঘটার পর, ৯০ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে চারজন মারা যায় এবং সাতজন গুরুতর আহত হয়.. আমি লাদাখের জনগণের কাছে আবেদন করছি, যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা সোনাম ওয়াংচুককে আটক করার জন্য নির্দেশিত হয়েছি। আমাদের অমিত শাহের অফিস থেকে একটি আদেশ এসেছে যে আপনাকে ওয়াংচুককে পাকিস্তানি এজেন্ট হিসেবে অভিযুক্ত করতে হবে.."।
আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
আমরা কী পেয়েছি:
১. AI ডিপফেক ডিটেকশন টুলের ফলাফল: আমরা ভাইরাল ভিডিওটি হিয়া ডিপফেক ভয়েস ডিটেক্টর এবং ডিপফেক-ও-মিটার দ্বারা বিশ্লেষণ করে দেখি। উভয় টুলের ফলাফল নিশ্চিত করে ভিডিওতে লেহ এডিসি শাহকে দোষারোপ করার ভয়েসওভারটি মূল ফুটেজের উপর ডিজিটাল উপায়ে যুক্ত করা হয়েছে।
হিয়া ডিপফেক ভয়েস ডিটেক্টর ভয়েসটিকে ৩২/১০০ এর একটি প্রামাণ্য স্কোর দেয়, যা তাকে অত্যন্ত সম্ভাব্য ডিপফেক হিসেবে চিহ্নিত করে।
ডিপফেক-ও-মিটারের ফলাফলও ভিডিওটি ১০০% ভুয়ো হওয়ার সম্ভাবনা বলে তাকে AI-দিয়ে তৈরি বলে জানায়।
২. এডিসি লেহের আসল প্রেস কনফারেন্স: আমরা ২৫ সেপ্টেম্বর এডিসি লেহ মুহাম্মদের মূল প্রেস কনফারেন্সটি পরীক্ষা করে তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দোষারোপ করার কোনও বিবৃতি খুঁজে পাইনি। তিনি শাহের নাম উল্লেখ করেননি বা বলেননি যে ওয়াংচুককে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আটক করা হয়েছে।
সম্পূর্ণ প্রেস কনফারেন্সটি নিচে দেখা যেতে পারে যেখানে লেহ এডিসি মুহাম্মদ বলছেন ২৪ সেপ্টেম্বরের হিংসার ঘটনার পর ৯০ জন আহত ও ৪ জন মারা যায়, এবং তিনি শান্তির আহ্বান জানান।