উত্তরপ্রদেশে বেহাল রাস্তা দাবিতে রাজস্থানের ভিডিও টুইট কংগ্রেসের
বুম দেখে ভিডিওটি রাজস্থানের একটি ঘটনা, এর সঙ্গে উত্তরপ্রদেশের কোনও যোগ নেই।
পুলিশ অফিসারদের নিয়ে যাওয়া একটি ই-রিক্সা (E-Rickshaw) জলমগ্ন রাস্তায় উল্টে পড়েছে, রাজস্থানের এই ধরনের একটি ভিডিও কংগ্রেসের (Congress) বেশ কয়েকটি যাচাই-করা টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ভুয়ো দাবি করা হচ্ছে যে, এটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাস্তার শোচনীয় অবস্থার দৃশ্য।
বুম দেখেছে, ঘটনাটি রাজস্থানের, যার সঙ্গে উত্তরপ্রদেশের কোনও সম্পর্ক নেই।
টুইটার হ্যান্ডেল আইএনসি টিভি (যেটি কংগ্রেসের একটি সরকারি মিডিয়া মঞ্চ) থেকে একটি ভিডিও টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করে ক্যাপশন দেওয়া হয়েছে: "উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের 'উন্নয়নের রাস্তা'য় ইউপি পুলিশ স্টান্ট (কসরত) দেখাচ্ছে" l
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
পশ্চিম উত্তরপ্রদেশের কংগ্রেস সেবাদলের তরফেও একই ক্যাপশন দিয়ে টুইটটি করা হয়েছে—
এই পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: রাজস্থানে পুলিশের ওপর হামলার ভিডিও সাস্প্রদায়িক দাবিতে জিইয়ে উঠল
তথ্য যাচাই
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম নিয়ে তল্লাশি চালিয়ে দেখেছে, এই ভিডিওটি ২০২১ সালের ২ অক্টোবর নবভারত টাইমস সংবাদপত্রের ইউটিউব চ্যানেলে রাজস্থানের দৌসা জেলার ঘটনা বলে প্রচারিত হয়েছিল—
এই সূত্র ধরে খোঁজখবর করে আমরা দৈনিক ভাস্কর পত্রিকায় ঘটনাটির একটি প্রতিবেদন খুঁজে পাইl সেখানে বলা হয়, ঘটনাটি রাজস্থানের দৌসা জেলার বান্দিকুই শহরেরl প্রবল বর্ষণে ওই রাস্তাটি প্লাবিত হয়ে যায়, সেখানে আগ্রা গেটের কাছে জলে-ডোবা একটি গর্তের মধ্যে পড়ে ই-রিক্সাটি উল্টে যায়। এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহতও হয়নি।
পাঞ্জাব কেশরী পত্রিকাও একই তথ্য দিয়ে ঘটনাটি রিপোর্ট করে।
উত্তরপ্রদেশ পুলিশও তার সরকারি টুইটার হ্যান্ডেলে খবরটিকে ভুয়ো এবং উত্তরপ্রদেশের ঘটনা নয় বলে জানিয়েছেl টুইটে কংগ্রেস সেবাদলের প্রচারিত ভিডিওটিও তারা অন্তর্ভুক্ত করেছে।
আরও পড়ুন: রাজস্থানে এক পারিবারিক বচসার হিংসাত্মক ভিডিও ছড়াল ধর্মীয় সংঘর্ষ বলে