ভুয়ো দাবিতে ছড়াল কারবালা দৃশ্যের অ্যানিমেশন দেখে দর্শকদের প্রতিক্রিয়া ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি "ভিআর কারবালা" সংস্থার কারবালা যুদ্ধ সংক্রান্ত অ্যানিমেশন ভিডিও দেখার পর দর্শকের প্রতিক্রিয়া।
কারবালা (karbala war) যুদ্ধের ভার্চুয়াল রিয়ালিটির (virutual reality) ভিডিও দেখে প্রতিক্রিয়ার ভিডিও ভুয়ো দাবি সহ নরকের (জাহান্নাম) (hell) দৃশ্য দেখে দর্শকদের বিলাপ বলে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ মিনিট ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি থ্রিডি ক্যামেরায় দৃশ্য দেখে বিলাপ করছেন।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "3D গ্রাফিক্স এর মাধ্যমে জাহান্নামের শাস্তির ধারনা নিয়ে স্থির চিত্র বানানো হয়, সেটা দেখে ভয়ে কান্নায় ভেঙে পড়ে একবার ভাবুন আসল জাহান্নামের শাস্তি কতটুকু ভয়াবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে মাফ করুন আমিন।"
একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখা যাবে এখানে ও এখানে।
আরও পড়ুন: "ফ্রিডম মার্চের" ভিডিও বিভ্রান্তি সহ ছড়াল "ভারত জোড়ো যাত্রা" বলে
তথ্য যাচাই
বুম দেখে ভিডিওটি ২ মিনিট ১৯ সেকেন্ড সময়ে ইংরেজিতে একটি লোগো সহ লেখা রয়েছে, "VR Al-Hasahimiya"
ভিডিওটির নেপথ্যে হুসেইন হুসেইন শব্দ শোনা যায়। আমরা "হুসেইন ভিআর হাসাহিমিয়া" লিখে গুগলে কিওয়ার্ড সার্চ করি।
"ভিআর কারবালা" নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও রিল হিসাবে ৯ অগস্ট, ২০২২ পোস্ট করা হয়।
ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনের অনুবাদ হল, "ইরাকের ভিআর কারবালা ঘটনা। ভিআর কারবালা পরিবারের অংশ হোন এবং আমাদের সাহায্য করুন সহস্র আরও লোকজনকে ইমামা হুসেইনের ট্রাজেডি অভিজ্ঞতা লাভ করার সুযোগ করে দিন, এক অনন্য অভিজ্ঞতা যা তাঁরা আগে অনুভব করেননি।"
এই বর্ণনাতে নরক বা জাহান্নামের দৃশ্য রূপ বলা নেই।
বুম ভিআর কারবালা ওয়েবসাইটে বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা পেয়েছে। ভিআর কারবালা অ্যানিমেশনের মাধ্যমে কারবালা যুদ্ধের ঘটনার নাটকীয় দৃশ্য থ্রিডি মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের ভিডিওর মাধ্যমে। সংস্থার ফেসবুক পেজেও রয়েছে একই বর্ণনা।
ব্রিটানিকার তথ্য অনুযায়ী, হযরত মহম্মদের দৌহিত্র চতুর্থ খলিফা আলি হুসেন ইয়াজিদের পাঠানো সেনার সঙ্গে কারবালা প্রান্তরে যুদ্ধে মারা যান ৬৮০ অব্দে।
আরও পড়ুন: লেন্সের মুখ ঢেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতার ছবি তোলার ছবি সম্পাদিত