২০১৯ সালের বাম ফ্রন্টের ব্রিগেড র্যালির ছবিকে বলা হল সাম্প্রতিক
বুম দেখে ভাইরাল ছবিটি ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি বাম আয়োজিত ব্রিগেড মাঠের জনসভার দৃশ্য।
সোশাল মিডিয়ায় ২০১৯ সালে বামেদের ব্রিগেড জনসভার ছবি ২০২১ সালের ব্রিগেড মাঠের চিত্র বলে সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে। রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ বাম, কংগ্রেস, ও ইসলামিক সেকুলার ফ্রন্টের ডাকে ব্রিগেড গ্রাউন্ডে জনসভার আয়োজন করা হয়, আর তার প্রেক্ষিতেই ছবিটিকে এদিনের দৃশ্য বলে নেটিজেনরা ভুল করছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই সভা থেকেই আত্মপ্রকাশ করল সংযুক্ত মোর্চা। আসন সমঝোতা ও জোট দুমুখী নীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিদ্বন্ধীতা জোরদার করতে বামেদের সাথ দিচ্ছে আব্বাস সিদ্দিকির নেতৃত্বাধীন ইসলামিক সেকুলার ফ্রন্ট (আইএসআই)। অন্যদিকে বামেদের সঙ্গে কংগ্রেস ও আইএসআই জোটে থাকলেও কংগ্রেসের সঙ্গে আইএসআই এখনও পর্যন্ত জোটে না থাকলেও এদিনের সভায় আব্বাস সিদ্দিকি বলেন, "ভাগিদারি করতে এসেছি। প্রয়োজনে কংগ্রেসেরও হাত ধরব।''
রবিবারের সভায় উপস্থিত ছিলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ও তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যসভার সাংসদ দোরায়স্বামী রাজা। বাম নেতা সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ও সাংসদ অধীররঞ্জন চৌধুরি, রাজ্যের প্রাক্তন জনজাতি দপ্তরের মন্ত্রী দেবলীনা হেমব্রম প্রমুখ এদিনের সভায় বক্তব্য পেশ করেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। বরিষ্ট নেতা বিমান বসু সঞ্চালনার ভার তুলে দেন তরুন অভিনেতা বাদশা মৈত্রের হাতে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সব্যসাচী মুখোপাধ্যায় ও পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও তরুন মজুমদার হাজির ছিলেন এদিনের জনসভায়। সভায় মাঝে মাঝে সঞ্চালনার সলতে পাকান ছাত্রনেত্রী ঔশী ঘোষ ও দীপশিতা ধর প্রমুখরা।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় ভিড়ে ঠাঁসা ব্রিগেড মাঠ।
ছবিটি ফেসবুকে শোয়ার করেন চলচ্চিত্র নির্মাতা অনিন্দিতা সর্বধিকারী। তাঁর ছবিকে কোট করে একই ছবি পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আরেকজন ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লেখেন, "খেলা তো হবেই। কারোর এইখানে ডিম ভাতের লোভ নেই। লাল সেলাম"
অন্যান্য ছবির সঙ্গে এই একই ছবি টুইটারেও শেয়ার করেছেন নেটিজেনরা।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে ছবিটি ২০১৯ সালের একাধিক প্রতিবেদনে রয়েছে।
পিপলস ডেসপ্যাচস, পিপলস ডেমক্রেসি এবং সোশাল নিউজ প্রভৃতি ওয়েবসাইটে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের একাধিক প্রতিবেদনে ছবিটি ব্যবহার করা হয়। ছবির বর্ণনায় বলা হয়, হাজার হাজার বাম সমর্থক বামফ্রন্ট নেতৃত্বাধীন কলকাতার ব্রিগেড প্যরাড গ্রাউন্ডের চিত্র ৩ ফেব্রুয়ারি ২০১৯।
প্রতিবেদন অনুযায়ী এই জনসভারও আয়োজন করা হয় কেন্দ্রে বিজেপি ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এই একই ছবি প্রকাশ করা হয় ইন্ডিয়া কন্টেন্ট ওয়েবসাইটে যার ক্যাপশন ছিল "কলকাতায় বাম কর্মীরা ব্রিগেড প্যারাড মাঠে বামফ্রন্টের একটি র্যালিতে অংশ নেয় কলকাতায় ৩ ফেব্রুয়ারি ২০১৯"। ছবিটির জন্য সৌজন্য প্রকাশ করা হয় সংবাদ সংস্থা আইএনএস-কে। ২০১৯ সালের ওই ব্রিগেডের জনসভা নিয়ে বিস্তারিত পড়া যাবে এখানে।
রবিবারের ব্রিগেড সভার লাইভ দৃশ্য নিচে দেওয়া হল।