বর্ষায় বেহাল কলকাতার বাসে ঢুকছে জল? না, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়
বুম দেখে ভাইরাল ভিডিওটি পুরনো। ভিডিওয় দৃশ্যমান বাসের নম্বর ইঙ্গিত করে ক্লিপটি পশ্চিমবঙ্গের নয়।

সোশ্যাল মিডিয়ায় জলমগ্ন রাস্তার (waterlogged) মধ্যে দিয়ে চলন্ত বাসের (bus) ভেতর বৃষ্টির জল (rain water) ঢুকে পড়ার একটি ভাইরাল ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে বর্তমানে টানা বৃষ্টির পর কলকাতার (Kolkata) বাসের অবস্থা দেখা যায় ভিডিওয়।
বুম অনুসন্ধানে দেখে ভাইরাল দৃশ্য ২০২১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং ভিডিওর ঘটনাস্থল পশ্চিমবঙ্গ নয়।
এবছর পশ্চিমবঙ্গে আষাঢ়ের শুরুর সাথে সাথেই আগমন হয়েছে বর্ষার। কলকাতাসহ বিভিন্ন জেলার রাস্তা বর্তমানে টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে আছে। এর মধ্যেই ভাইরাল দাবিসহ ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভাইরাল দাবি
চলন্ত বাসের ভেতর রাস্তা থেকে অনেক জল ঢুকে যাওয়ার ভাইরাল ভিডিও সাম্প্রতিক বৃষ্টির পর কলকাতার অবস্থা বলে শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "তোলামূলের দৌলতে কলকাতা এখন লন্ডন। তাই টেমস নদীতে কোন একটি জলযান চলছে বলে মনে হচ্ছে, তাই কিনা?"
অনুসন্ধানে আমরা কী পেলাম
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের এবং ভিডিওয় দৃশ্যমান বাসের নম্বর থেকে স্পষ্ট হয় সেটি পশ্চিমবঙ্গের নয়।
১. ভাইরাল ভিডিও পুরনো
আমরা ভাইরাল ভিডিওয় ইংরেজি হরফে 'লিট মিমস মুম্বই' লেখা একটি জলছাপ দেখতে পাই। এর থেকে ইঙ্গিত নিয়ে, অনুসন্ধান করে আমরা লিট মিমস মুম্বইয়ের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ২০২১ সালের ১৩ জুন ভাইরাল ভিডিওটি আপলোড করা দেখি। ইনস্টাগ্রামের ক্যাপশন অনুযায়ী ভিডিওটি মুম্বইয়ের।
এরপর, আমরা ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০২১ সালের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল ভিডিওটি দেখতে পাই। ১০ জুন, ২০২১-এর একটি এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়, "মুম্বইয়ের এই অবস্থা? সাবধানে যাতায়াত করুন।" এছাড়াও, দিব্য ভাস্করের ২০২১ সালের একটি প্রতিবেদনে ভাইরাল দৃশ্যের একটি স্ক্রিনশট দেখা যায়। ছবিটির বিবরণে বলা হয় ঝড় বৃষ্টির মধ্য দিয়ে মুম্বইয়ে বর্ষা শুরু হওয়ার থেকে রাস্তা জলমগ্ন। ছবিতে রাস্তায় বৃষ্টির জমা জল সমুদ্রের ঢেউয়ের মতো বাসের ভেতর ঢুকে পড়েছে।
২. বাসের নম্বর বোঝায় ঘটনাস্থল পশ্চিমবঙ্গ নয়
বাসটি পশ্চিমবঙ্গের কিনা নিশ্চিত হতে, আমরা ভালো ভাবে পর্যবেক্ষণ করে দেখি ভিডিওয় বাসের অর্ধেক নম্বর "H04 729" লেখা দেখা যায়।
ভারত সরকারের গাড়ির নম্বর তৈরির নিয়ম অনুযায়ী, যে গাড়ির নম্বর প্লেটে প্রথমে রাজ্যের জন্য নির্ধারিত আরটিও নম্বর থাকতে হয়। পশ্চিমবঙ্গের আরটিও কোড 'WB' যা ভাইরাল ভিডিওয় থাকা 'H'-এর সঙ্গে মেলে না। আমরা ভারতের সব রাজ্যের আরটিও কোডের একটি তালিকা দেখতে পাই অন্ধ্রপ্রদেশ সরকারের ওয়েবসাইটে। ওই তালিকা অনুসারে কেবল মহারাষ্ট্র ও চণ্ডীগড়ের আরটিও নম্বরে 'H' অক্ষরটি ব্যবহার করা হয়। এর থেকেই, নিশ্চিত হওয়া যায় ভিডিওটি সাম্প্রতিক বৃষ্টির পর কলকাতার অবস্থার নয়।