শাহরুখ খানের সিনেমা নিষিদ্ধ করা নিয়ে যোগী আদিত্যনাথের পুরনো মন্তব্য ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০১৫ সালে যোগী আদিত্যনাথ সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সঙ্গে শাহরুখ খানের তুলনা করে কথাগুলি বলে।

যোগী আদিত্যনাথের একটি পুরনো ভিডিও যেখানে তিনি শাহরুখ খানের (Shahrukh Khan) সিনেমা বহিষ্কার করার বিষয়ে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক দাবিতে ভাইরাল হয়েছে। ভিডিওয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) বলতে শোনা যায়, শাহরুখ খানের মনে রাখা উচিত যদি মানুষ তার সিনেমা না দেখে, বহিষ্কার করে, তবে তাকেও একজন সাধারণ মুসলিমের মতো ঘুরে বেড়াতে হবে।
বুম দেখে ভিডিওটি ২০১৫ সালের এবং যোগী আদিত্যনাথ তৎকালীন বিজেপি সাংসদ ছিলেন কিন্তু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন না। যোগী শাহরুখ খানের সঙ্গে সন্ত্রাসবাদী হাফিজ সঈদের তুলনা করার সময় এই মন্তব্যটি করেন।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শাহরুখ খানের বোঝা উচিত যদি দেশের বেশিরভাগ মানুষ তার ছবি বয়কট করে,তাহলে তাকে একজন সাধারণ মুসলিমের মতো রাস্তায় ঘুরে বেড়াতে বাধ্য করা হবে। যোগী আদিত্যনাথ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভিডিওটি ২০১৫ সালের: ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আমরা ৪ নভেম্বর, ২০১৫-এ আপলোড করা এনএমএফ নিউজের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি দেখতে পাই। ভিডিও থেকে জানা যায়, ধর্মীয় অসহিষ্ণুতা শাহরুখ খানের মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ তার সঙ্গে মুম্বই হামলার সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সঙ্গে তুলনা করেন। সেসময় তিনি গোরক্ষপুরের সাংসদ ছিলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী না।
জনসত্তার ৫ নভেম্বর, ২০১৫-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান তার ৫০ তম জন্মদিন উপলক্ষে দেশে অসহিষ্ণুতার বৃদ্ধি নিয়ে কথা বলেন। সেসময় বহু শিল্পী তাদের জাতীয় পুরস্কার ফেরত দেন এবং শাহরুখ খান বলেন ওই শিল্পীদের সম্মান করা উচিত। তার এই বক্তব্যের জন্য তিনি সমালোচনার স্বীকার হন। শাহরুখ খানের এই মন্তব্যের পরই হাফিজ সঈদ তাকে পাকিস্তানে এসে থাকার জন্য আমন্ত্রণ জানান। এরপরই, যোগী তার সঙ্গে হাফিজ সঈদের তুলনা করে ভাইরাল ভিডিওর কথাগুলি বলেন।







