UGC-র নয়া নিয়মের বিরুদ্ধে যোগী আদিত্যনাথের মিছিল বলে ভাইরাল পুরনো ভিডিও
বুমে দেখে ভিডিওটি ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি হার কার্যকর করার পর রাস্তায় নেমে যোগীর জনগণকে সচেতন করার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) একটি অসম্পর্কিত ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য রোধে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশনের (UGC) নতুন নিয়মের বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন।
বুম দেখে ভিডিওটি পুরনো। ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার নতুন জিএসটি হার কার্যকর করার পর, সাধারণ জনগণের এবিষয়ে সচেতন করতে গোরখপুরে রাস্তায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদযাত্রার ভিডিও এটি।
ইউজিসি ১৩ জানুয়ারি ২০২৬-এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য কমানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সমান সুযোগ কেন্দ্র (EOC) এবং ২৪x৭ সমান সুযোগ হেল্পলাইন তৈরি করার কথা বলা হয়েছে। ইউজিসির এই পদক্ষেপের বিরুদ্ধে উচ্চবর্ণের ছাত্র সহ বিভিন্ন মানুষ দেশজুড়ে প্রতিবাদ করছেন।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী "UGC বিরোধ" লেখা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আমরা যোগী আদিত্যনাথ এর সাথে একমত #UGC #ugccommunity"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
বুম দেখে ভাইরাল ভিডিওয় যোগী আদিত্যনাথ, গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিষাণ এবং অন্যান্যদের হিন্দিতে "জিএসটি কমেছে, উপহার মিলেছে" স্লোগানটি দিতে শোনা যায়। আমরা এর থেকে ইঙ্গিত নিয়ে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২০২৫ সালের সেপ্টেম্বরের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সংবাদ প্রতিবেদনে ভিডিওটি দেখতে পাই।
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর ২০২৫ সালে জিএসটি নিয়ম সংস্কার করে জিএসটির হারে ব্যপক পরিবর্তন আনে । এই নতুন হার জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের পর ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়। পুরানো ৪টি স্ল্যাব (৫%, ১২%, ১৮%, ২৮%) বাদ দিয়ে ৫%, ১৮%, এবং ৪০%-এর মূলত ৩টি স্ল্যাব তৈরি করা হয়।
সেসময় কেন্দ্র এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকার এটিকে ‘জিএসটি সেভিং উৎসব’ নাম দিয়ে নবরাত্রি-দীপাবলির সাথে যুক্ত করে প্রচার করে। এবিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচুর সক্রিয়তা দেখান এবং তিনি নিজে রাস্তায় নেমে সাধারণ মানুষ, দোকানদার এবং ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন।
লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, সচেতনতা অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী যোগী গোরখপুরে ঝূলে লাল মন্দির থেকে গোরখনাথ মন্দির পর্যন্ত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার ব্যবসায়ীদের এবং উপস্থিত গ্রাহকদের সাথে কথা বলেন এবং জিএসটি সংস্কার নিয়ে তাদের প্রতিক্রিয়া জানেন।
(এই প্রতিবেদনটি BOOM-এর এআই টুলের সাহায্যে অনুবাদ করা হয়েছে)







