জুবিন গর্গের মৃত্যুতে অভিযুক্তের বাড়িতে আগুন বলে ছড়াল নেপালের ভিডিও
ভাইরাল ভিডিওটি আসলে নেপালে জেন-জি বিক্ষোভকারীদের আগুন লাগিয়ে দেওয়ার পর, প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জ্বলন্ত বাড়ির ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটি জুবিন গর্গের (Zubeen Garg) রহস্য মৃত্যুতে অভিযুক্ত শ্যামকানু মোহান্তের (Shyamkanu Mahanta) বাড়ির দৃশ্য।
বুম দেখে ভিডিওটি আসলে নেপালের জেন-জি বিক্ষোভের এবং বাড়িটি প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির যেখানে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিয়েছিল।
১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর পর, তার মৃত্যু সংক্রান্ত তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে, জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার দুই ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মোহান্ত ও ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহান্তকে গ্রেফতার করা হয়েছে।
ভাইরাল দাবি
অসমের বিক্ষুব্ধ জনতা জুবিন গর্গের মৃত্যুতে অভিযুক্ত শ্যামকানু মোহান্তের বাড়ি জালিয়ে দিচ্ছে দাবি করে জ্বলন্ত বাড়ির ভিডিওটি সমাজামধ্যমে শেয়ার করেছেন ব্যবহারকারীদের একাংশ। ভিডিওয় বাড়ির সামনে বহু মানুষকে ভিড় জমাতেও দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “দেশের কিংবদন্তি গায়ক জুবিন গার্গ এর রহস্যজনক খুনে অভিযুক্ত শ্যাম কানুর বাড়ি জালিয়ে দিয়েছে আসামের ক্ষিপ্ত জনতা॥ এই বিশ্বখ্যাত গায়ক তথা পরোপকারী, সমাজসেবী জুবিন গার্গ এর অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেননা আসামের জনগণ।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভাইরাল ভিডিও নেপালের: বুম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা একজন টিকটক ব্যবহারকারী ও একটি ইনস্টাগ্রাম পেজে সেপ্টেম্বরের যথাক্রমে ৯ ও ১০ তারিখের পোস্টে অনুরূপ ভিডিও দেখতে পাই। এর থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি জুবিন গর্গের মৃত্যুর আগের।
৯ সেপ্টেম্বরের টিকটক পোস্টে ভিডিওটিকে নেপালের জেন-জি বিক্ষোভের দৃশ্য বলা হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে ভিডিওটি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে জেন-জি বিক্ষোভকারীদের লাগানো আগুনের বলে দাবি করা হয়।
২. কেপি শর্মা ওলির বাড়িতে আগুন নিয়ে প্রতিবেদন: আমরা কেপি শর্মা ওলির বাড়িতে আগুন সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে একাধিক প্রতিবেদন পাই। প্রতিবেদনগুলি থেকে জানা যায়, ওলি পদত্যাগ করার পর, গত ৯ সেপ্টেম্বর জেন-জি বিক্ষোভকারীরা বালকোটে তার ব্যক্তিগত বাসভবনে আগুন লাগিয়ে দেয়।
কাঠমান্ডু পোস্টের ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে কেপি শর্মা ওলির অগ্নিদগ্ধ বাড়ির একটি ছবিও দেখা যায়। নীচে ভাইরাল ভিডিওয় দৃশ্যমান বাড়ির সঙ্গে ওলির বাড়ির ছবির একটি তুলনা দেওয়া হল।