ফ্যাক্ট চেক
২০১৩'র খালিস্তানপন্থী ব্যানারের ছবি কৃষক আন্দোলনের সঙ্গে জুড়ে ভাইরাল
বুম দেখে কৃষকদের চলা প্রতিবাদের সাত বছর আগে ২০১৩ সালে 'অপারেশন ব্লুস্টার'-এর বার্ষিকী পালনের সময় ছবিটি তোলা।
২০১৩ সালে তোলা একটি ছবি এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, যাঁরা কৃষক আন্দোলন করছেন, তাঁরা হলেন খালিস্তানী বিচ্ছিন্নতাবাদী। বুম দেখে, অমৃতসরের স্বর্ণমন্দিরে 'অপারেশন ব্লুস্টার'-এর ২৯ তম বার্ষিকী পালনের সময় এক জমায়েতে ছবিটি তোলা হয়।
ওই ছবিতে একজন শিখকে একটা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাতে লেখা, 'উই ওয়ান্ট খালিস্তান, শিখ ইউথ ফেডারেশন ভিন্দ্রানওয়ালে' (আমরা খালিস্তান চাই, শিখ ইউথ ফেডারেশন ভিন্দ্রানওয়ালে)।
কেন্দ্রের আনা তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে উত্তর ভারতে ব্যাপক কৃষক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ছবিটি শেয়ার করা হচ্ছে।
হিন্দি, তামিল, মালেয়ালম ও বাংলায় লেখা ক্যাপশন সহ ছবিটি ফেসবুক ও টুইটারে কয়েক'শ বার শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ওরা কৃষি আইন বাতিল করতে চাইছে না, ওরা খালিস্তান চাইছে।
আর্কাইভ করা আছে এখানে।
আর্কাইভ করা আছে এখানে।
আর্কাইভ করা আছে এখানে।
আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
'টিনআই' দিয়ে বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে, দেখা যায় যে, আসল ছবিটি রয়েছে গেট্টি ইমেজেস-এর আর্কাইভে।
গেট্টিতে রাখা ছবিটির ক্যাপশনে বলা হয়, অমৃতসরের স্বর্ণমন্দিরে অপরেশন ব্লুস্টার-এর ২৯ তম বার্ষিকীতে এক জমায়েতের সময় ছবিটি তোলা হয়।
আমরা 'দ্য ট্রিবিউন'-এ প্রকাশিত এই রিপোর্টও দেখতে পাই। তাতে বলা হয়, ওই অনুষ্ঠানে খালিস্তানের পক্ষে স্লোগান দেওয়া হয়।
বর্তমানের কৃষক আন্দোলন সম্পর্কে অনেক দাবি বুম যাচাই করে দেখে। এই টুইট থ্রেডে সেগুলি পড়া যাবে।
Claim : ছবি দেখায় এক কৃষক বিক্ষোভে খালিস্তানপন্থী এক ব্যক্তি প্ল্যাকার্ড দেখাচ্ছে
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story