ভারত বায়োটেকের ভিপি 'কোভ্যাক্সিন' নিচ্ছে, ভাইরাল দাবি নস্যাৎ সংস্থার
ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে যে, ছবিটিতে তাদের উৎপাদন টিমের এক সদস্যকে নিয়ম মাফিক রক্ত পরীক্ষা করাতে দেখা যাচ্ছে।
একটি ভাইরাল ছবিতে ভারত বায়োটেক কম্পানির এক কর্মীকে রক্ত পরীক্ষা করাতে দেখা যাচ্ছে। এই ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে, হায়দ্রাবাদে অবস্থিত ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর (বিবিআইএল) ভাইস প্রেসিডেন্ট তাঁদের 'কোভ্যাক্সিন'-এর প্রথম ডোজটি নিচ্ছেন, ভ্যাক্সিনটির প্রতি আস্থা জ্ঞাপন করতে। একটি বিবৃতিতে, ওই ওষুধ প্রস্তুতকারক দাবিটি উড়িয়ে দিয়ে বলেছে যে, ছবিতে যা দেখা যাচ্ছে তা হল একটি রুটিন পরীক্ষার জন্য রক্ত নেওয়ার দৃশ্য।
ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিন হল প্রথম ভারতীয় ভ্যাক্সিন যেটিকে পর্যায়-১ ও পর্যায়-২ এর পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ভ্যাক্সিনটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে। আইসিএমআর ঘোষণা করেছে যে, ভ্যাক্সিনটি স্বাধীনতা দিবসে দেশ জুড়ে বাজারজাত করা হবে।
এক ব্যক্তি ও একজন স্বাস্থ্যকর্মীর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনেও ছবিটি আসে। তাতে দাবি করা হয়, "ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্ট ডঃ বি কে সাক্সেনা করোনা ভ্যাক্সিন নিচ্ছেন...ক্লিনিকাল ট্রায়াল। প্রথম ডোজটি নেওয়ার পরই উনি বলেন যে, ভারতে উনিই হলেন প্রথম ব্যক্তি যিনি তাঁর ও ভারত বায়োটেকে তাঁর টিমের তৈরি ভ্যাক্সিনটি নিলেন। নিজেদের প্রস্তুত করা ওষুধটির ওপর তাঁর আস্থাটা দেখুন।"
ছবিটি ফেসবুকেও ভাইরাল হয়েছে। আর্কাইভ দেখুন এখানে।
আরও পড়ুন: পাকিস্তানের পুরনো ছবি শেয়ার করে মেটিয়াবুরুজে লকডাউন নীতি ভঙ্গ বলা হল
তথ্য যাচাই
— BharatBiotech (@BharatBiotech) July 3, 2020