Edited Viral Image: অন্তর্বাস থেকে তৈরি CPIM মাস্ক
বুম দেখে আসল ছবিতে ‘ফোর্ট স্টাইলো’ লেখা অন্তর্বাস মাস্ক হিসেবে ব্যবহার করছেন এক ব্যক্তি।
দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সম্পাদনা করা একটি ছবিতে এক ব্যক্তিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) (CPIM)-এর লোগো লাগানো অন্তর্বাসকে (underwear) মাস্ক (mask) হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে। ওই রাজনৈতিক পার্টিটির প্রতি বিদ্রুপ হিসেবে ছবিটি শেয়ার করা হচ্ছে।
ছবিটিতে এক ব্যক্তিকে অন্তবর্বাস পরে নিজের মুখ ও নাক ঢেকে রাখতে দেখা যাচ্ছে। সেটিতে হিন্দিতে লেখা রয়েছে 'সিপিএম'। তার সঙ্গে রয়েছে ওই পার্টির লোগো। আসল ছবিটি মে থেকে ইন্টারনেটে রয়েছে। সেই ছবিতে ইলাস্টিকের ওপর জাঙ্গিয়াটির ব্র্যান্ড লেখা রয়েছে।
ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ক্যাপশনে সিপিএম-এর প্রতি রুচিহীন মন্তব্য করে বলা হয়েছে, "সিপিএম মাস্ক"।
পোস্টটির আর্কাইভ করা আছে এখানে।
একই বিবরণ সমেত ছবিটি টুইটারেও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: গ্রাফিকের মিথ্যে দাবি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধর্ষণ হয়
তথ্য যাচাই
বুম রাশিয়ান সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স-এর সাহায্যে সার্চ করে দেখে যে, 'ওল্ড স্টাফ ম্যাগাজিন'-এ ২৩ মে ২০২০ প্রকাশিত একটি ব্লগে আসল ছবিটি ব্যবহার করা হয়। ব্লগটির শিরোনামে লেখা, 'ফানি পিকচার্স' বা মজার ছবি। কোভিড-১৯ অতিমারির পটভূমিতে ছবিগুলি প্রকাশ করা হয়। তাতে কিছু ব্যক্তিকে বিচিত্র ও অপ্রচলিত জিনিসের তৈরি মাস্ক ব্যবহার করতে দেখা যায়। ব্লগে যে আসল ছবিটি ব্যবহার করা হয়, জাঙ্গিয়াটির ইলাস্টিক ব্যান্ডের ওপর লেখা রয়েছে 'ফোর্ট স্টাইলো' (Fort Styllo)।
তাছাড়া ভাইরাল পোস্টে ছবিটিকে উল্টে দেওয়া হয়েছে।
আমরা আরও দেখি যে, 'ফোর্ট স্টাইলো' লেখা আসল ছবিটি ১৭ মে ২০২০ থেকে ফেসবুকে রয়েছে।
ফেসবুকে সার্চ করলে 'ফোর্ট স্টাইলো'-র বেশ কিছু সামগ্রী দেখতে পাওয়া যায়। তারা জাঙ্গিয়াও তৈরি করে। সেই সব দ্রব্য ব্রাজিলের কিছু ফেসবুক ব্যবহারকারী বিক্রি করেন।
আরও পড়ুন: আলজেরিয়ায় ফরাসি সেনার গাধা পিঠে ছবি মিথ্যে দাবিতে ভাইরাল