মুম্বইয়ে প্রতিবাদ সমাবেশে উমর খালিদ কি 'হিন্দুদের থেকে আজাদি' স্লোগান তোলেন?
ঘটনাস্থলে তোলা ভিডিও বিশ্লেষণ করে বুম দেখেছে, এ ধরনের কোনও স্লোগান দেননি খালিদ।
মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সমাবেশে উমর খালিদ কি হিন্দুদের বিরুদ্ধে কোনও স্লোগান তুলেছিলেন? বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, খালিদ নাকি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হিংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে এ ধরনের স্লোগান তোলেন।
বুম রবিবার সন্ধে থেকে প্রতিবাদীদের টুইট করা বেশ কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে, এই দাবি বা অভিযোগটি ভুয়ো।
বিজেপির দিল্লি শাখার মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা একটি ১৮ সেকেন্ডের ভিডিও টুইট করে দাবি করেছেন, মুম্বইয়ে প্রতিবাদীদের সমাবেশ থেকে 'হিন্দুদের থেকে আজাদি চাই', এমন স্লোগান তোলা হয়েছিল। ওই ভিডিওতে নাকি খালিদকে স্লোগান দিতে দেখা গেছে, যার প্রতিধ্বনি করে সমবেত কণ্ঠে 'আজাদি' স্লোগানও উঠেছে।
Muslim and Leftists students in Mumbai again Raised Slogans "Hinduo se Aazadi" but this time not in Jamia or JNU , they raised Hinduo se Aazadi Slogans at Gateway of India Mumbai. Will @MumbaiPolice @OfficeofUT take action or support this goons Silently ? pic.twitter.com/7Cq9ci8tE5
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 6, 2020
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
This is for you @BDUTT - don't tell people even this clip is doctored. "Hinduon se Azadi"- where was it raised? This is par. But gaddar is no-no! https://t.co/ZbqevPCZXS
— Ratan Sharda 🇮🇳 (@RatanSharda55) January 6, 2020
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
Are they protesters 🤔? No way !
— Major Surendra Poonia (@MajorPoonia) January 6, 2020
So called students came in support of JNU leftist at Gateway of a india in Mumbai & shouted 👇
"Hinduo se Aazadi"
AMU,Jamia से शुरू किया और अब पूरे देश में 🤔बहुत बड़ी साज़िश चल रही है देश में .. सोचो कौन-कौन शामिल हैं !@MumbaiPolice #JNUattack pic.twitter.com/lUlLkzKm4K
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
তথ্য যাচাই
এ রকম অনেকগুলি ভিডিও খতিয়ে দেখার পর বুম সোশাল মিডিয়ায় একটি ভিডিওর খোঁজ পায় যেখানে খালিদকে চিৎকার করে স্লোগান দিতে শোনা যাচ্ছে— "সঙ্ঘবাদ থেকে আজাদি চাই" (যার অর্থ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শ থেকে আজাদি) এবং যা মোটেই হিন্দুদের থেকে আজাদি চাওয়ার সমার্থক নয়l
বাগ্গার শেয়ার করা ভিডিও এবং ফেসবুকে পোস্ট হওয়া ভিডিওর তুলনা করে আমরা দেখেছি, দুটোতেই অডিও অংশটা মিলে যাচ্ছে এবং তাতে 'জাতিবাদ থেকে আজাদি', 'আরএসএস থেকে আজাদি' ইত্যাদি স্লোগান শোনা যাচ্ছেl ফেসবুকে পোস্ট হওয়া ক্লিপটির ৫৪ সেকেন্ড থেকে উমর খালিদকে স্লোগান দিতে শোনা যাচ্ছে: 'এনপিআর থেকে আজাদি', 'সিএএ থেকে আজাদি', 'জাতিবাদ থেকে আজাদি' (জাতপাত থেকে মুক্তি), 'আরএসএস থেকে আজাদি', 'মোহন ভাগবত (আরএসএস সর্বাধিনায়ক) থেকে আজাদি' ইত্যাদি স্লোগান একের পর এক আউড়ে যেতে। কোথাও 'হিন্দুদের থেকে আজাদি' স্লোগান উচ্চারিত হয়নি।
১৪ সেকেন্ড সময়ের পর থেকে আওয়াজ বৃদ্ধি করা অংশ শুনতে পারেন।
বুম উমর খালিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর বিরুদ্ধে আনা ভুয়ো অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেন এবং সেটিকে মিথ্যা বলে অভিহিত করেন। তিনি অন্য একটি ভিডিও আমাদের পাঠান, যেটি আমাদের সোশাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওটির সঙ্গে মিলে যায়, এবং সেখানেও কোথাও তাঁর মুখে ওই ধরনের স্লোগান শোনা যায়নি।
Lies, brazen lies. Paid pipers of the regime are here to spread lies so that we get busy countering them. And lose focus from the ABVP violence against JNU students. Not happening, shithead. Find a better lie next time. https://t.co/LIQWD07TQd
— Umar Khalid (@UmarKhalidJNU) January 6, 2020
খালিদের পাঠানো ভিডিওতে যে ভাবে পরপর স্লোগানগুলি শোনা যাচ্ছে, আমাদের ফেসবুক থেকে পাওয়া ভিডিওতেও সেই ক্রমপর্যায়েই একই স্লোগান যাচ্ছে। তা ছাড়া, ঘটনাস্থলে উপস্থিত আরও অনেকেই টুইটারে সমাবেশ থেকে হিন্দু-বিরোধী স্লোগান ধ্বনিত হওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।
I was these last night. I can confirm that not a soul said this shit. The cops were all around. Is everyone associated with the government in some way a compulsive liar? https://t.co/XkraiDyrOl
— Sahil Makhija (@TheDemonstealer) January 6, 2020
The Mumbai police was in fact all around us, and maybe they need to look into wilful misinformation and an attempt to provoke violence by you, sir. Not a soul said 'Hinduo se Aazadi' and you are lying. Here are photos of the police from past night: https://t.co/LekcpRAhQ0 pic.twitter.com/WgQyBzbIBk
— Koval (@kovalbhatia) January 6, 2020
বুম মুম্বই মিরর পত্রিকার সহকারী রেসিডেন্ট সম্পাদক জয়রাজ সিং-এর সঙ্গেও যোগাযোগ করে, যিনি রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেনl তিনি জানান, "আমি প্রতিবাদ আন্দোলনের খবর করতে রবিবার সন্ধেয় ওখানে হাজির ছিলাম। সেখানে আমি উমর খালিদকে বক্তৃতা দিতে এবং স্লোগান দিতে শুনেছি। না, তিনি কোথাও হিন্দুদের বিরুদ্ধে কোনও স্লোগান বা বক্তব্য পেশ করেননি, যেমনটা নাকি অভিযোগ করা হচ্ছে।"
বুম ঘটনাস্থলে উপস্থিত আরও এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে। প্রিন্স শাহ নামে এই ৩২ বছর বয়স্ক তরুণ জোর দিয়ে বলেন, ওমর খালিদ এ ধরনের কোনও হিন্দু-বিরোধী স্লোগান দেননি।