ট্রাম্প দম্পতির দেওয়া উপহার ফেলে দেন ওবামা, দাবি কারসাজি করা ভিডিওর
বুম দেখে ভিডিওটি ২০১৭ সালের। ওবামা উপহারগুলি ফেলে দেননি বরং হোয়াইট হাউসের কর্মীদের হাতে তুলে দেন।
একটি জোড়াতালি দেওয়া ভিডিওয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সে দেশের 'প্রথম মহিলা'র দেওয়া উপহার ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে এবং সেটি একটি সত্য ঘটনা হিসেবে ভাইরাল হয়েছে। ভিডিওটি ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কর্মভার গ্রহণ করার অনুষ্ঠানের। এবং ভিডিওটিতে জালিয়াতি করে দেখানো হয়েছে যে, ওবামা পরিবারকে দেওয়া মেলানিয়ার উপহার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ছুঁড়ে ফেলে দেন।
Obama rejected a gift from Trump and throws it away without inviting them in. #BlackLivesMatter#YesIamISI#PakArmyReadyToEnd_Endia pic.twitter.com/DIDV3LJWHy
— political_chaos🤔 (@fuckin_politics) June 8, 2020
— A Asfi (@BeHappy7475) June 9, 2020
Out going US Pr. Mr. Obama throws the Gift parcel given by Mrs.Trump immediately & went inside without taking a group photo unbelievable. pic.twitter.com/X7ABgKVZWB
— चंद्रशेखर गलगले (@cgalgale) January 30, 2017
Former US President Mr. Obama throws the Gift parcel given by Mrs.Trump.#யாருக்கிட்ட😹 pic.twitter.com/vPnkF9mF16
— இரணியன் (@IamEebi) January 29, 2017