ভুয়ো পোস্টের দাবি ফরাসি পণ্য বয়কটের ফলে ফ্রান্সে অর্থনৈতিক সঙ্কট
পোস্টে ফরাসি পণ্য বয়কটের ফল মিলছে দাবি করতে অগস্টে প্রকাশিত একপ্রেসের একটি প্রতিবেদন ও মন্দা সূচকের ছবি ব্যবহার হয়েছে।
একটি ভাইরাল পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে যে, ফরাসি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মুসলিম দুনিয়ায় ফরাসি দ্রব্য বর্জনের ডাক, ফ্রান্সের অর্থনীতিতে হঠাৎ ধ্বস নামিয়েছে।
মূল পোস্টের সারাংশ | বাংলাতে অনুবাদ |
फ्रांस अपनी करतूत की वजह से बर्बाद हो गया है,, सिर्फ दो दिन मे " France I share market Is Down"🔥🔥Company is Down. France की कपनियों मे इतना घाटा हुआ है कि फ्रांस "ट्विटर पर ट्वीट करके बोल रहा है" मेरी बर्बादी को रोको,,,अपील करा है( मतलब अब होश ठिकाने आ गये) मुस्लिम देशों ने "France product" का बहिष्कार किया, ,"सब मुसलमानों का साथ मिला,,, दुश्मन जमीन पर आ गिरा" | তার কাজের জন্য ফ্রান্স ধ্বংস হয়েছে। দু দিনেই ফ্রান্সের শেয়ার বাজার পড়ে গেছে। সে দেশের কম্পানিগুলির এত লোকসান হচ্ছে যে, তারা টুইট করে লোকসানের হাত থেকে তাদের বাঁচানোর জন্য আবেদন করেছে (তার মানে তাদের শিক্ষা হয়েছে)। মুসলমান দেশগুলি ফ্রান্সের জিনিস বর্জন করেছে। "সব মুসলমান এক হয়েছে আর আমাদের শত্রুরা এখন ধরাশায়ী।" |
তথ্য যাচাই