ফ্যাক্ট চেক
অযোধ্যার রাম মন্দিরের মডেল বলে দিল্লির অক্ষরধাম মন্দিরের ছবি ভাইরাল
বুম দেখে ছবিটি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দির নয়, দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের ছবি।
দিল্লির অক্ষরধাম মন্দিরের একটি ছবিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরী হতে যাওয়া রাম মন্দিরের প্রস্তাবিত মডেল বলে সোশাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে শেয়ার করা হচ্ছে। বুম যাচাই করে দেখেছে যে ছবিটি আসলে দিল্লিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের একটি ড্রোনে তোলা ছবি।
আসন্ন ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনের সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে দূরদর্শনে।
ভুয়ো ফেসবুকে পোস্টে এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "অয্যাধার রাম মন্দিরের মডেল।"
আরেকটি ফেসবুক পোস্টে এই ছবির ক্যাপশনে লেখা হয়, "রাম মন্দিরের ডিজাইন, রাম ভক্তরা কেউ জয় শ্রীরাম না বলে যাবেননা।"
বুম ফেসবুকে একই রকম ক্যাপশনে অনুসন্ধান করে দেখেছে যে এই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুম ভাইরাল ছবিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে এই একই ছবিকে দিল্লির অক্ষরধাম মন্দির হিসেবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে।
বুম দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের ওয়েবসাইটে মন্দিরপ্রাঙ্গনের মেঝের কারুকার্য এবং মন্দিরের সামনের চুড়াগুলির সাথে ভাইরাল ফেসবুক ছবিতে থাকা মেঝের উপরে কারুকার্য এবং সামনের অংশের তুলনা করে দেখেছে সেগুলি মিলে যায়।
Claim : ছবিটি উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের প্রস্তাবিত নক্সার
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story