দুবাইয়ের বুর্জ খালিফায় ইজরায়েলের পতাকা প্রদর্শনের ছবিটি ফটোশপ করা
বুম দেখে দুবাইয়ের বুর্জ খালিফার গায়ে ইজরায়েলের পতাকার অলোকসজ্জা প্রদর্শনের ছবিটি ফটোশপ করা হয়েছে।
আরব অমিরশাহীর জনপূর্ণ শহর দুবাইয়ে বিশ্বের সব থেকে উচ্চতম আকাশ ছোঁয়া অট্টালিকা বুর্জ খালিফার গায়ে আলোকসজ্জায় ইজরায়েলের জাতীয় পতাকা ফুটে উঠেছে এইরকম একটি সম্পাদনা করা ছবিকে বিভ্রান্তিকর দাবি সহ ফেসবুকে শেয়ার করা হচ্ছে।
বুম দেখে যে ছবিটি ফটোশপে সম্পাদনা করা এবং বুর্জ খালিফার গায়ে আলোকসজ্জায় সাম্প্রতিক সময়ে বা অতীতে কখনও ইজরায়েলের পতাকাকে দেখানো হয়নি।
@BurjKhalifa Drapped in led @Israel flag. @uaegov Peace coexistence harmony is always a better option. pic.twitter.com/88FW2CAKMI
— Iqbal Latif (@ilatif) August 15, 2020
তথ্য যাচাই
برج خليفة يضيء بمناسبة يوم استقلال باكستان. نتمنّى لأشقائنا دوام الأمن والازدهار#BurjKhalifa lights up for Pakistan's Independence Day. We wish them peace and prosperity pic.twitter.com/XoeI8HkAuA
— Burj Khalifa (@BurjKhalifa) August 14, 2020
احتفالاً بيوم الاستقلال الهندي الرابع والسبعين، نضيء #برج_خليفة بألوان العلم الهندي لنتمنى لهم دوام الرخاء والسلام والحرية#BurjKhalifa lights up in commemoration of India's 74th Independence Day. May the tricolor of freedom, courage and peace always prosper. pic.twitter.com/Tl4APU11Ju
— Burj Khalifa (@BurjKhalifa) August 15, 2020
বিভিন্ন সময়ে বিশ্বের নানা ঘটনায় বুর্জ খালিফার গায়ে আলোকসজ্জা প্রদর্শিত হয়ে থাকে।
আসল ছবি
জুলিয়াস অ্যালবাম নামে একটি ফুড ব্লগে ভাইরাল ছবিটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ২২ অক্টোবর। ছবি দুটির তুলনা করলেই বোঝা যায় ভাইরাল ছবিটি জুলিয়া'র ওই ব্লগের আসল ছবি থেকে ফটোশপ করা হয়েছে।
১৩ অগস্ট ২০২০ ইজরায়েলের রাজধানী তেল আভিবের সিটি হলের সংযুক্ত আরব আমিরশাহি এবং ইজরায়েলের নয়া সম্পর্কের সৌজন্যে দু'দেশের পতাকা প্রদর্শন করা হয়।
#WATCH: #TelAviv's city hall lights up with the flags of #Israel and #UAE after they agree to normalize relations #ISRAELUAEPEACEDEALhttps://t.co/7h7qwHF6jI pic.twitter.com/KUFWDOsEdp
— Arab News (@arabnews) August 13, 2020