বিমানে পানীয় সহ পাকিস্তানি রাজনীতিকের ছবিটি সম্পাদিত
বুম দেখে ছবিটি সম্পাদনা করে পাকিস্তানি রাজনীতিক ফজল উর রেহমানের পাশে টেবলের উপর মদের বোতল জোড়া হয়েছে।
পাকিস্তানের রাজনৈতিক নেতা ফজল উর রেহমানের একটি সম্পাদনা করা ছবি ছড়ানো হয়েছে এই দাবিতে যে, তাঁকে বিমানযাত্রায় মদ পরিবেশন করা হয়েছিল।
ছবিতে দেখা যায় রেহমান বিজনেস ক্লাসের আসনে বসে রায়েছেন আর তাঁর পাশের টেবলে রাখা রয়েছে একটি জ্যাক ডানিয়েল হুইস্কির বোতল ও গ্লাস। বুম দেখে ছবিটি সম্পাদনা করে অ্যালকোহল বোতল ও গেলাস সহ টেবলে জোড়া হয়েছে। রেহমান পাকিস্তানের সুন্নি দেওবন্দী রাজনৈতিক দল জমাত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) এর প্রধান। ২০১৯ সালে, জেইউআই-এফ ''আজাদি মার্চ" নামে এক ব্যাপক প্রতিবাদ আন্দোলন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন নীতির বিরুদ্ধে।
একাধিক ভারতীয় নেটাগরিকরা ওই পাকিস্তানি রাজনীতিককে কটাক্ষ করেছেন বিমানযাত্রায় অ্যালকোহল পান করার জন্য।
বিকৃত করা ছবিটি ফেসবুক ও টুইটারে ক্যাপশন শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে: ''মওলানা সাহেব জাকাতের পয়সা উপযুক্তভাবে ব্যবহার করছেন। হুরের চিহ্ন দেখা যাচ্ছে (লাল বৃত্তে)!''
(মূল হিন্দিতে: जकात के पैसों का सही इस्तेमाल कर रहे है मौलाना साहब, साथ में हूर के निशानात भी (लाल घेरे में) नजर आ रहे हैं.)
টুইটারে ভাইরাল
একাধিকটুইটার ব্যবহারকারী একই দাবি সহ ছবিটি শেয়ার করেছেন।
এরকম একটি টুইটে লেখা হয়েছে, ''অ্যালকোহল ইসলামে নিষিদ্ধ?? জাকাতের পয়সার উপযুক্ত ব্যবহার।''
(মূল হিন্দিতে: "मगर इस्लाम में तो शराब हराम हैं.?? जकात के पैसों का सही इस्तेमाल कर रहे हैं??")
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
জাকাত মুসলিম ধর্মাবল্মীদের দানের রীতি, সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম।
বুম তার টিপলাইনে একটি টুইটও পেয়েছে যাচাই করার জন্য।
তথ্য যাচাই
বুম নিশ্চিত হয়েছে ছবিটি সম্পাদিত। আমরা রিভার্স সার্চ করে পাকিস্তানি একটি ফেসবুক পেজ জামাত তালবা ইসলামের ২০১৯ সালের ১৫ অগস্টের একটি ফেসবুক পোস্ট খুঁজে পায়। আসল ছবিটিতে রেহমানকে ফাঁকা টেবলে কুনুই ঠেকিয়ে বসে থাকতে দেখা যায়। নীচে ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেওয়া হল।
নীচে ভুয়ো ছবি ও আসল ছবির তুলনা দেওয়া হল। যে কেউ ভালোভাবে নজর করলে দেখতে পাবে জ্যাক ড্যানিয়েলের বোতল ও গেলাস সহ ওপরের টেবলটি পুরোপুরি সম্পাদনা করে জোড়া হয়েছে। একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টেও বোতল ও গেলাস ছাড়া ছবিটি দেখা যাবে এখানে।