মুখ্যমন্ত্রীর নামে তৈরি নকল টুইট থেকে লকডাউনের গুজব ছড়ালো ত্রিপুরায়
২৪ জুলাই থেকে ত্রিপুরায় ফের লকডাউনের খবরটি ভুয়ো। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নামে তৈরি নকল টুইট থেকে এই গুজব ছড়িয়ে পড়ে।
কোভিড-১৯ সংক্রমণ রুখতে আগামী ২৪ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ত্রিপুরায় ফের সম্পূর্ণ লকডাউন হবে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নামের তৈরি সম্পাদনা করা ভুয়ো টুইট থেকে গুজব ছড়ালো। এই ভুয়ো টুইটকে ভিত্তি করে স্থানীয় সংবাদ চ্যানেলে সংবাদ পরিবেশনের ফলে রাজ্যবাসীরা বিভ্রান্ত হয়ে পড়েন।
পরে বিভ্রান্তি দূর করতে ত্রিপুরা সরকারের তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে বলা হয় যে এক সপ্তাহের জন্য লকডাউনের সংবাদটি সম্পূর্ণ ভুয়ো এবং টুইটটি মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়নি।
ORDER:
— MyGov Tripura (@mygovtripura) July 14, 2020
To contain the spread of #COVID19, Tripura Government has announced a Total Lockdown (except emergency services) within 1 km radius of Indo-Bangla international border in rural areas and 0.5 km radius of border in municipal areas for seven days. pic.twitter.com/SB8LlnxEPN
তথ্য যাচাই
यह ख़बर ग़लत है और इसे फैलाने वालों पर त्रिपुरा सरकार सख़्त से सख़्त कार्यवाही करेगी। कृपया जहाँ भी यह ख़बर मिले वहाँ बताएँ कि ऐसा कोई भी फ़ैसला त्रिपुरा सरकार ने नहीं लिया है। pic.twitter.com/Kf9hcMOpId
— Sanjay Mishra (@sanjayswadesh) July 21, 2020
Govt of Tripura didn't declare any Lockdown from 24th July 2020. Unfortunately some people are spreading fake news to create Panic. @Tripura_Police is already investigating regarding this.@tripura_cmo pic.twitter.com/lRztuUx6YT
— MyGov Tripura (@mygovtripura) July 21, 2020
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেল (@tripura_cmo) থেকেও টুইট করে এই ভুয়ো টুইট সম্পর্কে অবগত করা হয়।
Govt of Tripura didn't declare any Lockdown from 24th July 2020.The news spread on social media is fake.@BjpBiplab pic.twitter.com/7X5Ml70waS
— CMO Tripura (@tripura_cmo) July 21, 2020
সম্পাদনা করা ভুয়ো টুইটের মাধ্যমে লকডাউন সম্পর্কে ভু্য়ো খবর ছড়ানোর জন্য মঙ্গলবার রাজধানী আগরতলার ধলেশ্বর অঞ্চলের দশম শ্রেণীর এক ছাত্র রাজবীর দাসকে ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছে। নিজের অপরাধ স্বীকার করেছে রাজবীর। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাজবীরকে জুভেনাইল কাস্টডিতে রাখা হয়েছে।