ফ্যাক্ট চেক
লাঠিচার্জের বিরুদ্ধে পুলিশের প্রতিবাদ বলে জিইয়ে উঠল সম্পাদিত ছবি
২০১৯ সালের নভেম্বরে উকিলদের সঙ্গে বচসার পর এক বিক্ষোভ সমাবেশে পোস্টার হাতে দিল্লি পুলিশ কর্মীদের এই ছবিটি তোলা হয়েছিল।
একটি ছবিতে বিক্ষোভ প্রদর্শনরত পুলিশ অফিসারদের হাতে 'আমরা নির্দোষ মানুষের ওপর লাঠিচার্জ করতে পারিনা' লেখা পোস্টার দেখা যাচ্ছে। কিন্তু ছবিটি ফটোশপে কারসাজি করে তৈরি এবং ভুয়ো। বুম আগেও ওই ছবিটিকে নস্যাৎ করেছিল, যখন সেটি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় শেয়ার করা হয়।
সমাজবাদী পার্টির স্টেট ছাত্র সভার রাজ্য প্রেসিডেন্ট দিগ্বিজয় সিং 'দেব'ও ফোটোশপকরা ছবিটি শেয়ার করেন।
ছবিটি একটি হিন্দি ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে। তাতে বলা হয়েছে, "পুলিশ লাঠিচার্জ করেনা, সরকার তা করায়"।
(হিন্দি ক্যাপশন: पुलिस लाठी चार्ज करती नही सरकार करबाती हैं)
আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ৫ নভেম্বর ২০১৯ তারিখে তোলা আসল ছবিটি বেরিয়ে আসে। আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ কর্মীদের মার খাওয়ার ঘটনাটিকে পুলিশের বড় কর্তারা যে ভাবে সামাল দেন, পুলিশ কর্মীরা সেদিন তার প্রতিবাদে আইটিও-তে দিল্লি পুলিশের সদরদপ্তরে বিক্ষোভ দেখান।
২ নভেম্বর ২০১৯-এ, গাড়ি রাখাকে কেন্দ্র করে তিস হাজারি কোর্টে দিল্লি পুলিশ ও আইনজীবীদের মধ্যে মারপিট লেগে যায়। সারা দেশকে স্তম্ভিত-করা ওই ঘটনায় বেশ কিছু পুলিশ অফিসার ও আইনজীবী জখম হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।
আসল ছবিটি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার তোলা। সেটি 'স্ক্রোল' ও অন্যান্য ওয়েবসাইটে ব্যবহার করা হয়। আসল ছবিটিতে পোস্টারের লেখাগুলি ছিল এই রকম: "আমরা ন্যায় বিচার চাই", "কে শুনবে, কার কাছে অভিযোগ জানাব আমরা?" এবং "আজ পুলিশ, কাল কারা?"
Claim : পুলিশ লাঠি চার্জ করে না, সরকার করতে বাধ্য করে
Claimed By : Digvijay Singh Dev
Fact Check : False
Next Story