নেহরু, ইন্দিরা গান্ধীর পুরনো ছবি ভুয়ো দাবি সহ ভাইরাল হল
বুম যাচাই করে দেখেছে ছবিতে নেহেরু, ইন্দিরার সঙ্গে বাকী দুই ব্যক্তি হলেন নিকোলাস রোরিচ ও মহাম্মদ ইউনুস।
ফেসবুকে পন্ডিত জওহরলাল নেহেরুর ও ইন্দিরা গান্ধীর সঙ্গে পাশাপাশি দাঁড়ানো আরও দুই ব্যক্তির একটি সাদাকালো গ্রুপ ছবি মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ফেসবুকের ওই ভুয়ো পোস্টগুলিতে বলা হচ্ছে, ওই ছবিতে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর শ্বশুর ইউনুস খান ও তাঁর স্বামী ফিরোজ খান। বুম যাচাই করে দেখেছে, ওই ছবিতে থাকা বয়স্ক ব্যক্তি হলেন রুশ চিত্র শিল্পী নিকোলাস রোরিচ এবং অন্য ব্যক্তিটি হলেন কূটনীতিক মহাম্মদ ইউনুস।
ভাইরাল হওয়া পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ''এই ফটোটা একটা বিরল ফটো। বামদিকে জহরলাল নেহুরু, তারপাশে ইন্দিরা গান্ধী (মেমুনা বেগম), ইন্দিরা গান্ধী পাশে শ্বশুর ইউনুস খান, এবং ইউনুস খানের পাশে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ খান। তাহলে ভাবুন একজন মুসলমানের বিবি হয়ে কীভাবে ইন্দিরা গান্ধী হিন্দু হয়? রাজীব গান্ধী, রাহুলের গান্ধীর গায়ে তো মুসলমানেরই রক্ত বইছে।''
ছবি সহ পোস্টগুলি একই বয়ানে ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিটি বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনেও (৭৭০০৯০৬১১১) পাঠানো হয় দাবিটির সত্যতা জানতে চেয়ে।
তথ্য যাচাই
বুম ছবিটি ও তার সঙ্গে দেওয়া তথ্য যাচাই করে দেখেছে। পন্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর সঙ্গে দাঁড়িয়ে থাকা সাদা দাড়ির ওই ব্যক্তি তাঁর শ্বশুর মহাশয় ফরিদুন জাহাঙ্গীর গান্ধী এবং তাঁর পাশের ওই কমবয়সী পুরুষটি তাঁর স্বামী ফিরোজ গান্ধী নন।
বুম রিভার্স সার্চ করে মূল ছবিটিকে অ্যালার্মি স্টকে খুঁজে পেয়েছে।
উইকিপিডিয়াতে এই একই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, নিকোলাস রোরিচ ও মহাম্মদ ইউনুস খান" হিসেবে। তাঁদের একসঙ্গে তোলা আরও একটি ছবি দেখা যাবে এখানে।
ভাইরাল হওয়া ছবিটিতে সাদা দাড়ি মুখের ওই বয়স্ক ব্যক্তিটি হলেন রুশ চিত্রশিল্পী নিকোলাস রোরিচ। ভাইরাল হওয়া ছবিটিতে কমবয়সী পুরুষটি হলেন মহাম্মদ ইউনুস। তিনি ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত পরামর্শদাতা ও কূটনীতিক ছিলেন।
১৯৪২ সালে কুলু এস্টেটে এই ছবিটি তোলা হয়েছিল। হিমাচল প্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা দিলারাম শাহবাব তাঁর লেখা বইয়ে জানান, ১৯৪২ সালে নেহরু ও গান্ধী ইন্দিরা গান্ধী রোরিচের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। ১৯২৩ সালে রোরিচ লন্ডন থেকে ভারতের মুম্বই (তৎকালীন বম্বে) শহরে পা রাখেন। রোরিচ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
ধর্ম পরিচয়ে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী ছিলেন পার্সী। গুজারাটে জন্ম হয়েছিল ফিরোজ গান্ধীর।
ইন্ডিয়া টুডে আগে এব্যাপারে তথ্য যাচাই করেছে।