ফাস্ট চেক
এই ছবিগুলি ঝাড়গ্রাম জঙ্গলে বাঘের কীর্তি নয়
বুম যাচাই করে দেখেছে ছবিগুলি পুরনো। আগে মধ্যপ্রদেশে বাঘের উপদ্রব বলে ভাইরাল হয়েছিল ছবিগুলি।
Claim
‘‘ঝাড়গ্রাম জঙ্গলে বাঘের কীর্তি’’
FactCheck
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে ৬টি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেগুলি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জঙ্গলে বাঘের তাণ্ডবের ছবি। রাতের বেলা বাঘের রাস্তা পেরনোর ছবিটি মহারাষ্ট্রের তাদোবার। বাইকের পাশে বাঘ আর তার ভয়ে গাছে চড়ার ছবিটি মহারাষ্ট্রের চিপলুন জেলার। দুটি ছবিই ২০১৮ সালের। বুম সাম্প্রতিক সময়ে ঝাড়গ্রাম অঞ্চলে বাঘের উপদ্রবের কোনও খবর খুঁজে পায়নি।
Claim : ঝাড়গ্রাম জঙ্গলে বাঘের কীর্তি
Claimed By : Facebook Post
Fact Check : False