ফ্যাক্ট চেক
না, এই ছবিগুলি কঙ্গনা রানাউতের জন্য করণী সেনার কনভয় নয়
বুম দেখে এই ছবিগুলি ২০১৬ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে, কঙ্গনা রানাউতকে করণী সেনার সমর্থনের সঙ্গে কোনও সম্পর্ক নেই।
কতকগুলি সম্পর্কহীন ছবিকে সোশাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে হিন্দু কট্টরপন্থী দল করণী সেনা নাকি কঙ্গনা রানাউতের সমর্থনে অসংখ্য গাড়ি নিয়ে মুম্বইয়ে গেছে। বুম যাচাই করে দেখতে পায় যে ছবিগুলি অন্ততপক্ষে চার বছর পুরনো এবং কঙ্গনা রানাউতকে করণী সেনার সমর্থনের সাথে ছবিগুলি সম্পর্কহীন।
পোস্টগুলিতে দেখা যায় এসইউভি গাড়ির লবা একটি সাড়ি এবং দাবি করা হয় এইগুলি করণী সেনারকনভয়। ছবিতে ওয়াই প্লাস নিরাপত্তা বেষ্টনীতে অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি সাম্প্রতিক ছবিও রয়েছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,
"#কঙ্গনা_রানাউতের সম্মানে, #করনী সেনাবাহিনী 1000 টি গাড়ি নিয়ে #মহারাষ্ট্রে পৌঁছে #গেছে। যে শিবসেনা কে পুরো মুম্বাই ভয় পেতো আজ সেই শিবসেনা কঙ্গনা রানাউতের ভয়ে কাঁপছে
জয় শ্রী রাম #isupportkangnaranaut #Sherni"
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ইন্টারনেটে ইয়ান্ডেক্সে মাধ্যমে রিভার্স সার্চ করে পোস্টে থাকা ছবিগুলির মূল উৎস খুঁজে বের করেছে। বুম দেখে ছবি সাম্প্রতিক নয় এবং কঙ্গনা রানাউতকে করণী সেনার নিরাপত্তা দিয়ে মুম্বই নিয়ে যাওয়ার সাথে সম্পর্কহীন।
নীচে ক্রমান্বয়ে ছবিগুলির তথ্য যাচাই করা হল।
ছবি নং ১
এই ছবিটিকে ইয়ান্ডেক্সে সার্চ করে ছবিটি সহ একাধিক লিঙ্ক খুঁজে পায় বুম। লিঙ্কে থাকা ভিডিওগুলিতে রাজ শেখাওয়াত, ডইকে ঠাকুর এবং শুখদেব সিং গোগামেডি এর নাম দেখতে পাওয়া যায়। বুম করণী সেনার ফেসবুক পেজে সার্চ করে এই ছবিটিকে খুঁজে পায়। ছবিটি ২০১৯ সালের ২২ ডিসেম্বর আপলোড করা হয়েছিল। ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
নীচে ভাইরাল ছবি (ডান দিকে) এবং মূল ছবির (বাঁ দিকে) স্ক্রিনশটের তুলনা করা হল।
ছবি নং ২
ইয়ান্ডেক্সে রিভার্স করে বুম এই ছবিটির কতকগুলি সূত্র খুঁজে পায়। বুম দেখে এই ছবিটি সহ কয়েকটি ইউটিউব ভিডিও রয়েছে। ভিডিওটির শিরোনাম: "বারমেড়ের রাজনৈতিক জগতে ভুমিকম্প, শত শত গাড়ি নিয়ে মানবেন্দ্র সিংহ এর শক্তি প্রদর্শন"
(মূল হিন্দিতে: "बाड़मेर के राजनीतिक गलियारों में भूचाल, सैकड़ो गाड़ियों के साथ मानवेन्द्र सिंह का शक्ति प्रदर्शन")
বুম যদিও ইন্টারনেটে মানবেন্দ্র সিংহ ও বারমেড় এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ছবিটি পায়নি। বুম তারপর বারমেড় কংগ্রেস দ্বারা পরিচালিত মানভেন্দ্র সিংহ এর ফেসবুক পেজে এই ছবিটিকে খুঁজে পায়। ছবিটি ২০১৬ সালের ২২ মার্চ আপলড করা হয়েছিল। ছবিটি রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের কনভয়কেও দেখায়। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ক্যাপশনে লেখা আছে, "রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটের কনভয় এবং এআইসিসি সচিব শ্রী হরিশ চৌধুরীর কনভয়"
ভাইরাল ছবি (বাঁ দিকে) ও মূল ছবির (ডান দিকে) স্ক্রিনশটের তুলনা করা হল
ছবি নং ৪
এই ছবিটিকে বুম গুগোলে রিভার্স ইমেজ সার্চ করে খুঁজে পায়। বুম দেখে ছবিটি ২০১৭ সালের ১ মার্চ থেকে ইন্টারনেটে রয়েছে। একটি টুইট দাবি করে এই গাড়ির সারিটি গুজরাতে একটি বিয়ের গাড়ির ছবি। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
যদিও বুম টুইটের বর্ণনার সত্যতা যাচাই করতে পারেনি কিন্তু এই টুইট থেকে নিশ্চিত হওয়া যায় ছবিটি সাম্প্রতিক নয় এবং এটা কঙ্গনার সমর্থনে করনী সেনার কনভয় নয়।
ভাইরাল ছবি (বাঁ দিকে) ও মূল ছবির (ডান দিকে) স্ক্রিনশটের তুলনা করা হল।
ছবি নং ৫
বুম দেখে নিরাপত্তারক্ষীর বেষ্টনিটে থাকা কঙ্গনা রানাউতের এই ছবিটি গত ৯ সেপ্টেম্বরের। ছবিটি চন্ডীগড় আন্তর্জাতিক বিমান বন্দরে তুলা হয়েছিল। এই ছবিটিকে বুম ১১ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পেয়েছে।
Claim : ছবিতে দেখায় করণী সেনা কনভয়ে ঘিরে কঙ্গনা রানাউতকে মুম্বইতে নিয়ে যাচ্ছে
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story