ফ্যাক্ট চেক
না, এই ভাইরাল ছবিটি কোনও সুঠাম ভারতীয় সেনার নয়
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি কোনও ভারতীয় সেনার নয়, এটি আসলে নিকোলাস ইয়ং লি নামে একজন বিদেশী তরুন বডিবিল্ডারের।
পেশী বহুল শরীর প্রদর্শন করে বন্দুক হাতে সিড়িতে বসে থাকা এক যুবকের ছবিকে বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়া শেয়ার করা হচ্ছে। ফেসবুকে মিথ্যে দাবি করা হচ্ছে ওই ছবিটি এক ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের।
বুম যাচাই করে দেখে ছবিটি কোনও ভারতীয় সেনাবাহিনীর জাওয়ানের নয়। এই ছবিটি এক তরুন বডিবিল্ডার বা শরীরচর্চাবিদের যার নাম নিকোলাস ইয়ং লি।
ফেসবুকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "সালমান-শাহরুখের বডি দেখে খুব তো nice লেখো, দেশের সেনার বডি দেখে nice লিখতে কেন হাত কাঁপছে #জয়_জওয়ান_জয়_কৃষাণ"
বুম দেখে একই ক্যাপশনে এই ছবিকে ফেসবুকে ভাইরাল করেছে নেটিজেনরা।
তথ্য যাচাই
বুম তথ্য যাচাই করে দেখেছে এই ছবিটি ভারতীয় সেনাবাহিনীর জাওয়ানের নয়। ছবিটি একজন এথলিটের যার নাম নিকোলাস ইয়ং লি।
বুম ভাইরাল ছবিকে ইয়ান্ডেক্সে রিভার্স সার্চ করে ছবিতে থাকা ব্যক্তির নাম জানতে পারে নিকোলাস ইয়ং লি যিনি পেশায় একজন বডি বিল্ডার বা শরীরচর্চাবিদ।
নিকোলাস ইংয় লি দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের তরুন বডিবিল্ডার। ইউরোপ ও বিশ্বের ম্যাসলম্যানিয়া প্রতিযোগিতায় জিতে তিনি বিভিন্ন শিরোপার অধিকারী। নিকোসাল ইয়ং লি এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি রয়েছে তাঁর। তিনি কম বয়স থেকে থাই মার্শাল আর্ট, কুস্তি, ব্রাজিলীয় জিয়া জিৎসু প্রভৃতি শারীরিক কসরত শেখার পর বডিবিল্ডিংকে নিজের প্যাশন হিসেবে নেন। ভারতের সেনা একথা লেখা নেই তাঁর ওয়েবসাইটে।
বুম নিকোলাস ইংয় লি-এর ফেসবুক পেজে ভাইরাল হওয়া এই ছবিটিকে খুঁজে পেয়েছে। ২০১৯ সালের ৩০ এপ্রিল এই ছবিটি ফেসবুকে আপলোড করে নিকোলাস ইয়ং লি।
নীচে ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট (বাম দিকে) এবং নিকোলাস লং-এর ফেসবুক পেজে পোস্ট করা মূল ছবির তুলনা করা হল।
Claim : ছবিটি ভারতীয় সেনাবাহিনীর এক জাওয়ানের
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story