ট্রাম্পের কুশপুতুলে ঘুষি-লাথি মারার পুরনো ভিডিওটি জিইয়ে উঠলো
বুম দেখে ২০১৬ সালের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ভিডিওটি ইউটিউবে রয়ছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলে পথচলতি সাধারন মানুষের বক্সিং গ্লাভস পরে ঘুষি-লাথি মারার ২০১৬ সালের পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে তোলা হয়েছে। ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে এভাবেই মার্কিন রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা কমছে। ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে আমেরিকা জুড়ে বর্ণবিদ্বেষের শিকার হওয়া জর্জ ফ্লয়েডকে হত্যা করার পর প্রতিবাদ-বিক্ষোভের প্রক্ষিতে।
গত মাসে প্রতারণায় অভিযুক্ত হওয়া জর্জ ফ্লয়েডকে মিনিয়াপলিসের এক শেতাঙ্গ পুলিশকর্মী হাঁটু দিয়ে চেপে শ্বাস রোধ করে হত্যা করে। সোশাল মিডিয়ায় ফ্লয়েড হত্যার নির্মম ভিডিও ভাইরাল হলে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদের অঙ্গ হিসেবে সাম্রজ্যবাদের ঐতিহাসিক বিভিন্ন চরিত্রের মূর্তিকে কালিমালিপ্ত ও ভাঙ্গা হচ্ছে।
বুম দেখে ডোনাল্ড ট্রাম্পকে অবমাননা করা ভিডিওটি ২০১৬ সালের। সেসময় তিনি মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হননি।
আরও পড়ুন: বিক্ষোভকারীরা কি হোয়াইট হাউসে চড়াও হয়েছিল? একটি তথ্য যাচাই
১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, জনবহুল স্থানে- পার্কে, চৌমাথায়, মলে, সৈকতে বিভিন্ন জায়গায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলকে সাধারন মানুষ কিল, চড়, ঘুসি লাথি মেরে উপভোগ করছেন। যুবক থেকে মধ্য বয়সী, ছেলে-মেয়ে, নারি-পুরুষ, কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ সবাই একে একে নির্দ্বিধায় ট্রাম্পের প্রতিকৃতিতে মুখে আঘাত করছে, কেউবা লাথি মারছে আর উল্লাসে ফেটে পড়ছে। ভিডিওতে একজন মধ্য বয়সী মহিলাকে ট্রাম্পের মূর্তিতে চুম্বন দিতেও দেখা গেছে।
November 3. Right around 8pm ET. Party's at my place. All are welcome. https://t.co/58WBbKKLOD pic.twitter.com/qsyYfMzyVH
— Michael Moore (@MMFlint) April 19, 2020