চিনের জমি দখল করল ভারতীয় সেনা, ভুয়ো দাবি সহ ভাইরাল হল সম্পর্কহীন ছবি
বুম যাচাই করে দেখে ভাইরাল হওয়া ছবিগুলি ২৯-৩০ অগস্ট লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে চিনের সেনা অগ্রাসনের আগে তোলা।
ভারতীয় সেনাবাহিনীর তিনটি অসম্পর্কিত ছবি সহ একটি ফেসবুক পোস্ট শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে যে ২৯-৩০ অগস্ট ভারতীয় সেনা চিনের সীমানায় ঢুকে চিনের জায়গা দখল করেছে।
বুম যাচাই করে দেখে যে ফেসবুক পোস্টে ব্যবহার হওয়া ছবিগুলো পুরনো ও পরস্পরের অসম্পর্কিত। ভারতীয় সেনাবাহিনী সোমবার ৩১ অগস্ট বিবৃতি প্রকাশ করে জানায় যে, গত ২৯ ও ৩০ অগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে চিন কূটনৈতিক স্থিতাবস্থা ভাঙার চেষ্টা করেছে। ভারতের সেনা উপযুক্ত ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেছে।
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
সেনা জাওয়ানদের ভারতের পতাকা হাতে সারিবদ্ধভাবে মার্চ করে যাওয়ার ছবিটি এবছরের ১৫ অগস্টের। ছবিটি ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ১৬,০০০ ফুট উচ্চতায় ভারতের স্বাধীনতা দিবস পালনের। সংবাদ সংস্থা এএনআই ছবিটি স্বাধীনতা দিবসের দিন টুইট করেছিল।
Indo-Tibetan Border Police (ITBP) jawans celebrate #IndependenceDay at an altitude of 16,000 feet in Ladakh. (Source: ITBP) pic.twitter.com/9urqhmr9UE
— ANI (@ANI) August 15, 2020