সম্পর্কহীন ছবি সহ ম্যাডোনার হিন্দু ধর্ম সম্পর্কে ভুয়ো মন্তব্য ভাইরাল
বুম দেখে ম্যাডোনা কাব্বালা ধর্মাবলম্বী। নমস্কারের ভঙ্গিমা ও কুমকুম-তিলক পরা ছবিগুলি ১৯৯৮ সালের এমটিভির একটি অনুষ্ঠানের।
মার্কিন পপস্টার ম্যাডোনার কুমকুম ও কপালে তিলক পরা এবং নমস্কারের ভঙিমায় তিনটি সম্পর্কহীন ছবি সহ একটি ভুয়ো মন্তব্যের বিভ্রান্তিকর গ্রাফিক পোস্টার ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ওই গ্রাফিক পোস্টে দাবি করা হচ্ছে ম্যাডোনা শ্রী অম্বরীশ অবধূত নামে এক গুরুর শিষ্যা এবং তিনি সনাতনী হিন্দু ধর্মের প্রতি আস্থা ও অনুরাগ ব্যাক্ত করেছেন।
বুম দেখে ম্যাডোনার তিলক পরা ছবিটি ১৯৯৮ সালে ১০ সেপ্টেম্বররের এম টিভি মিউজিক অ্যাওয়ার্ডের একটি অনুষ্ঠানের। ম্যাডোনা ক্যাথলিক পরিবারে জন্মালেও ইহুদি অতীন্দ্রবাদ কাব্বালাতে বিশ্বাসী।
ফেসবুকে শেয়ার হওয়া গ্রাফিক পোস্টারে ম্যাডোনার তিনটি বিভিন্ন সময়ের সম্পর্কহীন ছবি ব্যবহার করা হয়েছে। একটি ছবিতে ম্যাডোনাকে দু'হাত জোড় করে সনাতনী প্রথায় নমস্কারের ভঙ্গিতে দেখা যায়। আরেকটি ছবিতে দেখা যায় ম্যাডোনার কপালে বৈষ্ণব রীতিতে তিলক ও কপালে কুমকুমের ফোটা দেওয়া হয়েছে।
গ্রাফিক পোস্টারটিতে লেখা রয়েছে, "হিন্দু ম্যাডোনা। সনাতন ধর্মই শ্রেষ্ঠ। ঈশ্বরকে পাওয়ার এত সরলীকরণ আর কোন ধর্মে হয় না। আমার গুরু শ্রী অম্বরীশ অবধূত রাধার ভাব ধরে ঈশ্বরকে পাওয়ার কথা বলেছিলেন। তাই আমার সংগীত- অলংকার সবকিছু ঈশ্বরের জন্য নিবেদিত।"
তিলক ও নমস্কারের ভঙ্গিমায় ছবি
ম্যাডোনার তিলক ও কপালে কুমকুমের ফোটা দেওয়ার ছবিটি ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর আয়োজিত এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। ভাইরাল হওয়া ছবির মতো একই তিলক ও কুমকুমের সাজে বিভিন্ন মুহূর্তের ছবিগুলি দেখা যাবে এখানে ও এখানে। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান গাওয়ার মুহূর্তের ছবিগুলি দেখা যাবে এখানে ও এখানে।