BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯...
ফ্যাক্ট চেক

মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের ভিডিওকে দিল্লির বলা হল

বুম জানতে পারে ভিডিওটি ওই হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তের এক আত্মীয় ২৬ মে রেকর্ড করেছিল।

By - Sumit Usha |
Published -  3 Jun 2020 5:27 PM IST
  • মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের ভিডিওকে দিল্লির বলা হল

    মুম্বইয়ের কিং এডোয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের ভয়ানক দুর্দশার একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির হাসপাতালের অবস্থার ছবি বলে।

    লকডাউনের চতুর্থ পর্যায়ের শেষে করোনা আক্রান্তের সংখ্যা যখন হু-হু করে বাড়ছে, ঠিক তখনই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। ৩০ মে এই সংখ্যাটা দাঁড়ায় ১৭,৩৮৬, দেশের সব রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ২৯ মে নিয়ে পর-পর দু দিন জাতীয় রাজধানী অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় অবশ্য মহারাষ্ট্র এখনও শীর্ষস্থানে।

    ৯০ সেকেন্ডের এই ভাইরাল ক্লিপটি একটি মোবাইল ফোনে তোলা, যাতে একটি কোভিড-১৯ ওয়ার্ডের অসহনীয় দুর্দশার ছবি তুলে ধরা হয়েছে। রোগীদের চাকা-লাগানো স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং রোগিণী ক্যামেরার দিক মুখ করে দেখাচ্ছেন, অন্তত চারটি মৃতদেহ ওয়ার্ডের কোথায়-কোথায় পড়ে রয়েছে। মহিলাটির আরও দাবি যে, ওই চাকা-লাগানো স্ট্রেচারের কাছেই অন্যান্য রোগীদের মেঝেয় শুইয়ে রাখা হয়েছে। ক্লিপটির শেষ দিকে মহিলাটিকে ক্যামেরা-ফোনের মালিককে স্পষ্ট হিন্দিতে বলতে শোনা যাচ্ছেঃ "বাইরে যাও, গিয়ে ফেসবুকে এই ভিডিও আপলোড করো, আর সেটাকে ট্যাগ করো কেইএম হাসপাতাল বলে l"

    ভাইরাল ভিডিওটি শেয়ার হয়েছে যে হিন্দি ক্যাপশন দিয়ে, তার অনুবাদ করলে দাঁড়ায়: "ওহে কেজরিওয়াল! একটু তো লজ্জিত হও! এ তো আর বরদাস্ত করা যাচ্ছে না। যদি তুমি চালাতে না পারো, বলে দাও। আমরা রাষ্ট্রপতি-শাসনের জন্য আবেদন করবো।"

    ভাইরাল ক্লিপটি নীচে দেখুন এবং পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    ওই একই ভিডিওটির একটি কাটছাঁট করা সংস্করণ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেলেও শেয়ার হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি একই ভুয়ো তিরস্কার সহ।

    केजरवाल कुछ तो शर्म करो....... हद हो गई।
    नहीं समलता तो बताओ राष्ट्रपति शासन लागू करने का अनुरोध करें😡😡😡
    ये ही है आपकी तेयारी 🤔
    कहाँ गये आपके मोहल्ला क्लिनिक @ArvindKejriwal @msisodia @KapilMishra_IND @ManojTiwariMP @DrKumarVishwas pic.twitter.com/UwJGCJm0Lu

    — तैमूर का जीजा 💪🇮🇳🇮🇳🇮🇳 (@brijeshchaodhry) May 29, 2020


    #वर्ल्ड क्लास #दिल्ली के #हॉस्पिटल का बुरा हाल#फेल #अरविंद_केजरीवाल_सरकार
    केजरवाल कुछ तो शर्म करो.......
    नही संभल रहा तो बताओ #केंद्र_सरकार से अपील#राष्ट्रपति शासन लागू किया जाए pic.twitter.com/80O1RRexDc

    — Bharat Kumar (@0548948ba13843c) May 29, 2020

    আরও পড়ুন: ২০১৬'র টেক্সাসের সুপারমার্কেটে পাখির ঝাঁকের ভিডিও ছড়ালো সৌদি আরবের বলে

    তথ্য যাচাই

    বুম খুব পুঙ্খানুপুঙ্খ ভিডিওটি পরীক্ষা করে দেখেছে, অন্তত দু বার তাতে কেইএম হাসপাতালের নাম উচ্চারিত হয়েছে। প্রথমে ১০ সেকেন্ডের মাথায় একজনকে কেইএম হাসপাতালের নাম বলতে শোনা যাচ্ছে এবং দ্বিতীয়বার ১ মিনিট ২৩ সেকেন্ডের মাথায় মহিলাকণ্ঠে একজনকে বলতে শোনা যাচ্ছে, 'যাও ফেসবুকে আপলোড করে তার সঙ্গে কেইএম-কে ট্যাগ করে দাও।'
    এই সূত্র ধরে বুম ফেসবুকে কেইএম হাসপাতাল, কোভিড-১৯ এবং মুম্বই, এই শব্দগুলি বসিয়ে সন্ধান চালায় এবং এই একই ভিডিও বেশ কয়েকটি পোস্টে শেয়ার হতে দেখে, যাতে এটিকে কেইএম হাসপাতালের দৃশ্য বলেই দাবি করা হয়েছে।
    ২৭ মে, ২০২০ জি-হিন্দুস্তানের ইউ-টিউব চ্যানেলেও এই ভিডিওটিই আপলোড হয়। ভিডিও-র সঙ্গের বিবরণীতে লেখা: "মুম্বইয়ের কেইএম হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে তো কোনও শয্যাই খালি নেই, কী করে ওরা করোনা রোগীদের চিকিত্সা করবে? মহারাষ্ট্র"
    (মূল ক্যাপশন: Mumbai के KEM hospital में corona के मरीजों के लिए bed नहीं, कैसे होगा इलाज? | COVID19 | Maharashtra)

    সংবাদ-প্রতিবেদন অনুসারে ভিডিওটি কেইএম হাসপাতালে ভর্তি এক কোভিড-১৯ রোগীর কন্যা তাঁর মোবাইল ফোনে তোলেন গত ২৬ মে, ২০২০।

    একই ভিডিও টাইমস নাউ সংবাদ মাধ্যমের সরকারি টুইটার হ্যান্ডেলেও শেয়ার করা হয় ২৭ মে এবং তাতে দৃশ্যটি কেইএম হাসপাতালের বলেই উল্লেখ করা হয়।

    #Breaking | Watch: Patient films 'horror' in a Maharashtra hospital. Dead bodies, without even being wrapped up are found lying in rooms where patients are accommodated.

    Details by TIMES NOW's Aruneel. | #RahulDumpsMaharashtra pic.twitter.com/LJycZ5hMQk

    — TIMES NOW (@TimesNow) May 27, 2020

    বিজেপি নেতা রাম কদম এই ভিডিওটি টুইট করে হিন্দিতে লেখেনঃ "এটি মুম্বইয়ের কেইএম হাসপাতালের ২০-ক ওয়ার্ডের ছবি, যা মঙ্গলবার তোলা হয়। ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে, করোনা রোগীরা হাসপাতালের মেঝেতে শুয়ে রয়েছে আর করোনায় মৃতদের দেহগুলোও চাকা-লাগানো স্ট্রেচারে এদিক-ওদিক ছড়ানো রয়েছে। চতুর্দিকে নোংরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।"

    (মূল হিন্দি ক্যাপশন: मुम्बई के KEM हॉस्पिटल के वार्ड 20A की है? ये वीडियो मंगलवार को बनाया गया है ? वीडियो में साफ दिख रहा है कि कोरोना मरीज को हॉस्पिटल की ज़मीन पर है, ? मरीज के आस पास के हर बिस्तर पर कोरोना से हुई मौत के बाद लाशों को रखा गया है? पूरे वार्ड में कचरा फैला हुआ है?)

    मुम्बई के KEM हॉस्पिटल के वार्ड 20A की है? ये वीडियो मंगलवार को बनाया गया है ? वीडियो में साफ दिख रहा है कि कोरोना मरीज को हॉस्पिटल की ज़मीन पर है, ? मरीज के आस पास के हर बिस्तर पर कोरोना से हुई मौत के बाद लाशों को रखा गया है? पूरे वार्ड में कचरा फैला हुआ है ? @OfficeofUT pic.twitter.com/dCEmRg49n1

    — Ram Kadam (@ramkadam) May 27, 2020
    একই দিনে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সচিন সাবন্ত বিজেপি নেতা কদমের টুইটটি উদ্ধৃত করে তার সঙ্গে বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে ভিডিওটি সম্পর্কে দেওয়া স্পষ্টীকরণের একটি স্ক্রিনশটও তাঁর টুইটে জুড়ে দেন।

    .@ramkadam यांनी दाखवलेल्या व्हिडिओ ची पार्श्वभूमी पहा! आरोप करण्याआधी लोकप्रतिनिधींनी प्रशासनाला प्रश्न विचारला तर लोकांमध्ये घबराट पसरणार नाही. तसेच अशा प्रयत्नांतून जीवाची बाजी लावून अविरत सेवा करणाऱ्या डॉक्टर, नर्सेस व इतर कर्मचाऱ्यांचे नैतिक बळ कमजोर होते. पण हे समजणार कोण? https://t.co/rLsC6l7kCZ pic.twitter.com/RZFAysOocD

    — Sachin Sawant सचिन सावंत (@sachin_inc) May 27, 2020
    স্পষ্টীকরণ করে দেওয়া মন্তব্যে পুর কর্তৃপক্ষ জানান, ভিডিওটি যখন তোলা হয়, সে সময় কেইএম হাসপাতালের কর্মীরা একটা আচমকা ধর্মঘটে নেমেছিলেন। ধর্মঘট মিটে যেতেই হাসপাতালে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
    বুম কেইএম হাসপাতালের ডিন ডাঃ হেমন্ত দেশমুখের কাছেও বিষয়টি নিয়ে বিশদে জানতে চেয়েছেl তাঁর কাছে জবাব পাওয়া গেলেই এই প্রতিবেদনটি সংস্করণ করা হবে।
    আরও পড়ুন: মহিলার দেহ ভেঙে বস্তায় ভরার ছবি লকডাউনের সঙ্গে জোড়া হল

    Tags

    CoranavirusCOVID-19Unlock-1Coronavirus MumbaiCoronavirus DelhiCOVID-19 DeathsKEM HospitalKEM MumbaiCOVID HospitalsMumbaiMaharashtra
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি দিল্লির হাসপাতালের ওয়ার্ড কোভিড-১৯ রুগিতে
    Claimed By :  Social Media
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!