কোভিড-১৯ মোকাবিলায় নেপালে বিক্ষোভের ঘটনা বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল
বুম দেখে নেপাল সরকারের কোভিড-১৯ মোকাবিলায় যথাযথ পদক্ষেপের দাবিতে বালুয়াতরে ১১ জুন ওই বিক্ষেভে অংশ নেয় তরুণরা।
নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকারের কেভিড-১৯ মোকাবিলা নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদ-বিক্ষেভের ভিডিও সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে ভারতের পক্ষে সমর্থন জানাতেই নাকি এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।
ফেসবুকে পোস্ট করা ১ মিনিট ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা প্রধানত যুবক-যুবতীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। উত্তাল স্লোগান দিতে দেখা যায় তাদের। রাস্তায় দাঙ্গা মোকাবিলাকারী পুলিশদেরকেও দেখা যাচ্ছে। নেপালি ভাষার সাথে ইংরেজিতেও প্ল্যাকার্ড রয়েছে ওই বিক্ষোভে প্রদর্শনে। প্রধানমন্ত্রী কে পি অলির নাম সহ ও প্ল্যাকার্ড দেখা যায়। একটি প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল 'আদা রসুন উত্তর নয়' (Ginger and Garlic is not the answer।'
তথ্য যাচাই
কাঠমান্ডু পোস্টেরই ১২ জুন প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ভাতাবাথেনিতে আরেকটি শান্তিপূর্ণ বিক্ষোভের সংবাদ প্রকাশ করা হয়েছে। সোশাল মিডিয়ার মাধ্যমে প্রধানত যুবকরা ওই বিক্ষোভের ডাক দেয়।