BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • পাঞ্জাব পুলিশের এক নারীকে প্রহার...
ফ্যাক্ট চেক

পাঞ্জাব পুলিশের এক নারীকে প্রহার ছড়াল উত্তরপ্রদেশে দলিত নির্যাতন বলে

বুম দেখে ভাইরাল ছবিটি পাঞ্জাবে পুলিশকর্মী গুরপ্রীত সিংহের এক দিব্যাঙ্গ ভিক্ষুক ও শিশুকোলে তাঁর স্ত্রীকে মারধোরের ঘটনা।

By - Suhash Bhattacharjee |
Published -  22 Oct 2020 8:45 PM IST
  • পাঞ্জাব পুলিশের এক নারীকে প্রহার ছড়াল উত্তরপ্রদেশে দলিত নির্যাতন বলে

    পাঞ্জাবের অমৃতসরে ২০১৪ সালে এক দিব্যাঙ্গ ভিক্ষুক ও তাঁর স্ত্রীকে শিশু কোলে নিয়ে ভিক্ষাবৃত্তির সময় পুলিশের প্রহারের ছবিকে বিভ্রান্তকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে এটি উত্তরপ্রদেশে দলিত নির্যাতনের ঘটনা।

    উত্তরপ্রদেশের হাথরসে সেপ্টেম্বর মাসে এক নির্যাতিতা দলিত তরুণীর হাসপাতালে মৃত্যুর পর পরিবারের অনুমতি ছাড়া জোর করে দাহ করার ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওই তরুনী উচ্চবর্ণের যুবকদের দ্বারা গণধর্ষণের শিকার হয়। পরিবারের তরফে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। ভাইরাল হওয়া ছবিটি এই ঘটনা প্রেক্ষিতে শেয়ার করা হয়।

    ফেসবুক পোস্টের ছবিটিতে দেখা যায় রাস্তরা মাঝে এক পুলিশকর্মী এক হাতে শিশুকে ধরে থাকা এক মহিলার চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মারধোর করছে। ছবি সহ পোস্টটিতে লেখা রয়েছে, "দলিতের প্রতি উত্তর প্রদেশে পুলিশের নির্মম অত্যাচার দেখুন ও সবাইকে দেখতে সাহায্য করুন।"
    ফেসবুক পোস্টটিতে ক্যাপশনে লেখা হয়েছে, "বিজেপি চরম জায়গাতে পৌঁছে গেছে আর নয় দেখুন সবাই দলিত মহিলার উপর অত্যাচার হাতে কোলের শিশুকে আপনার কি মানুষ ছি ছি।"
    পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    একই বয়ানে ফেসবুক ভাইরাল হয়েছে ছবিটি।

    পোস্টটি আর্কাইভ করা আছে
    এখানে
    ।

    বুম আরও দেখে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংহ নিজের টুইটার থেকে এই ছবি টুইট করেছিলেন ২০১৬ সালের ১১ এপ্রিল। তিনি এই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে লেখেন, "এই ধরণের অভব্যতা মেনে নেওয়া উচিৎ নয়। পুলিশের কাজ রক্ষা ও সাহায্য করা, তাদের কাজ আমাদের স্বজনকে মারা নয়।"

    Sir @narendramodi this kind of nonsense should not b tolerate.Police is to protect an help not to hit our own people pic.twitter.com/06HT9hoJmI

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) April 11, 2016
    আরও পড়ুন: নিট শীর্ষে থাকা আকাঙ্খার নামে ভুয়ো অ্যাকাউন্ট গোঁড়ামি ছড়াচ্ছে

    তথ্য যাচাই

    বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে এটি উত্তরপ্রদেশে পুলিশের হাতে দলিত নির্যাতনের ঘটনা নয়। বুম ছবিটিকে রিভার্স সার্চ করলে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত দ্য ট্রিবিউনের অমৃতসর সংস্করণের অনলাইন এডিশনে ছবি সহ একটি প্রতিবেদনের হদিস পায়।

    ওই ছবির বর্ণনায় লেখা হয়েছে, "রবিবার মল রোডে ভিক্ষা চাওয়ার সময় হেড কনস্টেবল গুরপ্রীত সিংহ ছোট্ট শিশুকে ধরে থাকা একজন দিব্যাঙ্গ ভিক্ষুক ও তাঁর স্ত্রীকে মারধোর করছে।"


    পুলিশ কমিশনার জেএস উলাখ সত্ত্বর ওই কনস্টেবল গুরপ্রীত সিংহকে বরখাস্ত করেন। প্রবোধ সি বালি নামে এক স্থানীয় মানবাধিকার কর্মী গুরপ্রীতের বিরুদ্ধে পাঞ্জাব মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেন। পাঞ্জাব মানবাধিকার কমিশন ২০১৫ সালের ১৯ জানুয়ারি এসসপিকে ওই ঘটনার ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়।

    আরও পড়ুন: পাকিস্তানে বিরোধীদের সমাবেশে ভারতীয় পতাকার ছবিটি ভুয়ো

    Tags

    Viral ImageFact CheckFake NewsUttar PradeshDalit AtrocitiesUpper Caste AtrocitiesPolice AtrocitiesUP PolicePunjabPunjab PoliceAmritsarHarbhajan SinghOld PhotoGurpreet Singh
    Read Full Article
    Claim :   ছবির দাবি উত্তরপ্রদেশ পুলিশ ছোট্ট শিশু কোলে এক দলিত মহিলাকে প্রহার করছে
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!