ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে ভাইরাল বিমান বসুর মন্তব্যটি ভুয়ো
বুম বিমান বসুর এই ধরণের কোনও মন্তব্য গণমাধ্যমে খুঁজে পায়নি।
ফেসবুকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে পশ্চিমবঙ্গের বর্ষিয়ান সিপিআইএম নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর একটি ভুয়ো মন্তব্য শেয়ার করা হচ্ছে। বিমান বসু নাকি বলেছেন, ‘‘ভারতীয় সেনাবাহিনী বর্ডারে বসে মদ ও মাংস খায়, আর সুযোগ পেলেই ধর্ষণ করে। বিনা কারণে মাঝে মাঝে পাকিস্তান ও চীন কে উস্কানি দেয় যুদ্ধের জন্য...
বক্তা প্রাক্তন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ। ’’
পোস্টটিতে ক্যাপশনে একই বার্তা লেখা আছে।
পোস্টটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখেছে বিমান বসুর মন্তব্যটি ভুয়ো।
বিমান বসুর সেনাবাহিনী সম্পর্কে করা এই ধরনের কোনও মন্তব্য নিয়ে গণমাধ্যমে কোনও খবর প্রকাশিত হয়নি।
৩১ অক্টোবর আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসু রাজ্যের উপনির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে বিমান বসু বলেন, ২ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে আর এক কেন্দ্রে প্রার্থী দেবে বামেরা।
বিষয়টি নিয়েই টুইট করেন সূর্য কান্ত মিশ্র।
উল্লেখ্য, সত্তরোর্ধ বিমান বসুর কোনও সোশাল মিডিয়া প্রোফাইল নেই।
বুম আগে বিমান বসুকে নিয়ে ভুয়ো খবর খণ্ডন করেছে। নেটিজেনরা সোশাল মিডিয়ায় বিমান বসুর বিবাহ বাসনা সম্পর্কে রটনা ছড়িয়েছিল। প্রতিবেদনটি পড়া যাবে এখানে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধুপ্রকাশ পালের সপরিবারে নৃশংস খুন হওয়া নিয়ে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ভুয়ো মন্তব্য ভাইরাল হয়েছিল। বুমের খণ্ডন করা প্রতিবেদনটি পড়া যাবে এখানে।
আরও পড়ুন: না, অমিত শাহ বলেননি যে তিনি বাঙালিদের দেশছাড়া করবেন